১০ টাকা কেজি দরে চার বিতরণ,সৈয়দপুরে ওজনে কম দেওয়ার অভিযোগে দুই জনের ডিলারশীপ বাতিল

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মধ্যে দ্বিতীয় পর্যায়ের (মার্চ এপ্রিল) ১০ টাকা কেজি দরে চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগে দুইজন ডিলারের ডিলারশীপ বাতিলসহ জামানতের অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল ( সোমবার) অনুষ্ঠিত সৈয়দপুর উপজেলা খাদ্য কমিটির সভায় তাদের ওই ডিলার ডিলারশিপ বাতিল করা হয়। বাতিলকৃত ডিলাররা হচ্ছে সৈয়দপুর উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ডিলার মো. সৌরভ আলী এবং ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের ডিলার মোছা. হাছিনা খাতুন।
জানা গেছে, সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মধ্যে দ্বিতীয় পর্যায়ের (মার্চ -এপ্রিল) কার্ডধারীদের মধ্যে চলতি মাসের চাল বিতরণ করার নির্ধারিত দিন ধার্য ছিল গত শুক্রবার। ওই দিন উপজেলার খাদ্য কমিটি’র নিয়োগকৃত ডিলাররা নিজ নিজ স্পটে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করছিল। নিয়মানুযায়ী প্রতি কার্ডধারীকে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি দেওয়ার কথা।  ওই দিন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী ইউনিয়নগুলোতে  চাল বিতরণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ডিলার মো. সৌরভ আলী এবং খাতামধুপুর ইউনিয়নের ডিলার মোছা. হাছিনা বেগমের চাল ওজনে কম দেওয়ার বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। ডিলার সৌর আলী কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাটে এবং মোছা. হাছিনা বেগম খাতামধুপুর ইউনিয়নের খালিশায় চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করছিল।
পরবর্তীতে গতকাল (সোমবার)  সৈয়দপুর উপজেলা খাদ্য কমিটির সভায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগে উল্লিখিত দুই জন ডিলারের ডিলাশীপ বাতিল করে। সেই সঙ্গে তাদের জামানতের ২০ হাজার টাকা করেও বাজেয়াপ্ত করা হয়েছে।
 সৈয়দপুর নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা খাদ্য কমিটির সভাপতি আবু ছালেহ মো. মুসা জঙ্গী সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণের দুই জন ডিলারশীপ বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5695323880189411726

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item