সৈয়দপুরে শিক্ষকদের আইসিটি বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে ই-প্রাইমারী এডুকেশন দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

 স্ব-উদ্যোগে সৈয়দপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ই-প্রাইমারী এডুকেশন দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিস ওই প্রশিক্ষনের আয়োজন করেছে। আজ (রোববার) সকালে শহরের বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে  দ্বিতীয় ব্যাচের ওই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 
 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের  পরিচালক (যুগ্ম সচিব) মহেশ চন্দ্র রায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন।
এতেস্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান হাবিব অনুষ্ঠানে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রওনক জাহান রিনু, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মুসারাত জাহান মিলি ও শরিফা আখতারসহ বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি সভাপতিরা উপস্থিত ছিলেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবর্ডিনেট কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওনক জাহান, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি ও পৌর কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু, সিপাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি কাজী মঈনুল ইসলাম, রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম মুকুল, বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএসসি’র সভাপতি সাংবাদিক এম ওমর ফারুক প্রমূখ।
পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা  ছিলেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার। প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচে উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও  একজন সহকারী শিক্ষকসহ ২০ জন অংশ নিচ্ছেন।
 প্রসঙ্গত, সৈয়দপুর উপজেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের আইসিটি বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ই-প্রাইমারী এডুকেশন প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে উপজেলার ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ শ’ শিক্ষক-শিক্ষিকাদের পর্যায়েক্রমে ৩০টি ব্যাচের মাধ্যমে এ প্রশিক্ষণ দেয়া হবে। এর আগে প্রথম ব্যাচের প্রশিক্ষণ গত ৪ মার্চ শুরু হয়ে ১০ মার্চ শেষ হয়।    

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7283858083563129583

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item