যৌতুক নিরোধ আইনে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

মামুনুর রশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধি:
স্ত্রীর যৌতুকের দাবি ও নির্যাতন সহ্য করতে না পেরে এবার এক অসহায় স্বামী যৌতুক নিরোধ আইনে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) রংপুরের পীরগাছা থানা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলা করেন আবু তাহের।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালে মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউপির শংকরপুর গ্রামের মৃত আইয়ুব আলী ব্যাপারীর মেয়ে মিনারা বেগমের সঙ্গে ইটাকুমারী ইউপির আরাজি প্রতাব বিষুগ্রামের কৃষক কাজিমুদ্দিন শেখের ছেলে আবু তাহেরের বিয়ে হয়।
এরপর প্রায় সময় আবু তাহের স্ত্রীর হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। সেই সঙ্গে তার স্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনের মাত্রা বৃদ্ধি করে গত ৩ মার্চ সকালে নগদ ১ লাখ টাকা, জমি ও বাড়ি-ঘর লিখে নিতে চান। এতে আবু তাহের অপারগতা প্রকাশ করায় তার স্ত্রী সংসার না করার কথা বলে বাবার বাড়ি চলে যান। এ ঘটনায় স্ত্রীকে ফিরে পেতে গ্রাম্য মাতাব্বরের দ্বারে দ্বারে ঘুরেও কোনো ফল না হওয়ায় গত বৃহস্পতিবার যৌতুক নিরোধ আইনে ৫ জনকে আসামি করে মামলা করেন স্বামী আবু তাহের।

পুরোনো সংবাদ

রংপুর 6767195584499586263

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item