পীরগঞ্জের ২ ইউপি ও ১টি ওয়ার্ডের নির্বাচনে চেয়ারম্যান পদে ৯জন ও সদস্য পদে ৬২জন প্রার্থী



মামুনুর রশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ

আগামী ১৬ এপ্রিল ইউপি নির্বাচনে গতকাল  ২০মার্চ মনোনয়ন দাখিলের শেষ দিনে পীরগঞ্জ উপজেলার ২টি ইউপিতে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৪জন এবং ভেন্ডাবাড়ি ইউপি’র ৫নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ৬প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন অফিসার জানান‘ গতকাল ২০মার্চ দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন‘ ৩ নং বড় দরগাহ্ ইউপিতে বীর মুক্তিযোদ্ধা নূরুল হক (আ’লীগ সমর্থিত), উপজেলা আ’লীগ সভাপতি মরহুম মোতাহারুল হক বাবল’ুর মেয়ে মাফিয়া আক্তার শিলা (সতন্ত্র), এমদাদুল হক (আ’লীগ বিদ্রোহী), আব্দুল মালেক (আ’লীগ বিদ্রোহী), ৭ নং বড় আলমপুর ইউপিতে মোদাব্বেরুল ইসলাম সাজু (আ’লীগ সমর্থিত), আবু সাঈদ মোঃ হাফিজুর রহমান সেলিম (আ’লীগ বিদ্রোহী), জাহাঙ্গীর আলম (আ’লীগ বিদ্রোহী), হাফিজার রহমান (আ’লীগ বিদ্রোহী), এবং মোস্তাফিজার রহমান (বিএনপি সমর্থিত) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নির্বাচন অফিসার সেকান্দার আলী জানান‘ উপজেলার ৩ নং বড় দরগাহ্ ইউপি চেয়ারম্যান মোতাহারুল হক বাবল’রু মৃত্যুর কারণে চেয়ারম্যানে পদ এবং ভেন্ডাবাড়ী ইউপি’র ৫ নং ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম আরিফ পদত্যাগ করায় সংশ্লিষ্ট পদ দ’ুটি শুণ্য হওয়ায় উপ-নির্বাচন এবং উপজেলার ৭ নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় আগামী ১৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। পীরগঞ্জ, রামনাথ পুর, রায়পুর ইউনিয়নে ওয়ার্ড বিভাজন সম্পন্ন না হওয়ায় ওই ৩টি ইউনিয়নে বর্তমানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

পুরোনো সংবাদ

রংপুর 5226309711742100259

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item