পীরগঞ্জে ব্যবহারিক পরীক্ষার নামে ভেন্ডাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিবের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

মামুনুররশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জে ভেন্ডাবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে দুটি কেন্দ্রের সচিবের বিরুদ্ধে ব্যবহারিক পরীক্ষার নামে অর্ধলক্ষাধিক টাকা অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, ভেন্ডাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম ও ভেন্ডাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বানুর বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীদের অভিভাবক জানায়, গতকাল বুধবার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উচ্চতর গণিতে ১’শ ৬০ জন ও কৃষি শিক্ষা বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় ৩’শ ৬ জন ও বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চতর গণিতে ১’শ ৬০ জন ও কৃষি শিক্ষা বিষয়ে ২’শ ৭০ জন পরীক্ষার্থীর নিকট থেকে ২’শ টাকা করে বাধ্যতামূলক ভাবে নেওয়া হয়েছে। গতকাল ওই কেন্দ্র দুটিতে ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীরা কক্ষে দায়িত্বরত পরীক্ষকদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় ১০ নম্বরের লিখিত পরীক্ষা দিচ্ছে। বাকী ১৫ নম্বরের পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কোন প্রকার যন্ত্রপাতি কিংবা মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি। এ ব্যাপারে ভেন্ডাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আজিজুল ইসলাম জানান কেন্দ্র কমিটির সিদ্ধান্ত অনুযায়ী টাকা নেওয়া হয়েছে। তবে কোন অনিয়ম করিনি। আপনাদের যা লেখার লেখেন বলে ফোনটি কেটে দেন। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহতাব হোসেন জানান টাকা নেওয়ার কোন নিয়ম নেই। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

পুরোনো সংবাদ

রংপুর 1116997846062587920

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item