পীরগঞ্জের টুকুরিয়ায় দু’মাস ধরে ভিজিডি’র চাল দেয়া বন্ধ রেখেছে চেয়ারম্যান!

মামুনুররশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ
পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নে দু’মাস ধরে ভিজিডি’র চাল দেয়া বন্ধ করে রেখেছেন ইউপি চেয়ারম্যান ও ট্যাগ অফিসার (তদারকি কর্মকর্তা)। ওই ভিজিডি বিতরনের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বারংবার নির্দেশ দিলেও চেয়ারম্যান-ট্যাগ অফিসার শুনছেন না বলে জানা গেছে। বৃহষ্পতিবার আবারো ভিজিডি’র চাল বিতনের নির্দেশ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নে প্রতিমাসেই যথারীতি ভিজিডি’র সুবিধাভোগীদের মাঝে চাল বিতরন করা হচ্ছে। কিন্তু অজ্ঞাত কারণে টুকুরিয়া ইউনিয়নের ১৭৬ জন অসহায় দুঃস্থ মহিলার মাঝে গত জানুয়ারী ও ফেব্র“য়ারী মাসের (প্রত্যেকের জন্য ৩০ কেজি) ভিজিডির চাল বিতরন করা হয়নি। ফলে কষ্টে পড়েছেন সুবিধাভোগীরা। ওই ইউপির চেয়ারম্যান আতোয়ার রহমান মন্ডল ও ট্যাগ অফিসার উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর কাজী এহতেশামুল হক সুনির্দিষ্ট কোন কথা বলছেন না। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, এর আগে চেয়ারম্যান ভিজিডি বিতরনের জন্য বললেও তিনি করেননি। আমিও বলেছি, কিন্তু কথা শুনছেন না। আজ (গতকাল),চেয়ারম্যানকে আগামী রোববার ভিজিডি বিতরনের জন্য নির্দেশ দিয়েছি। ট্যাগ অফিসার কাজী এহতেশামুল হকের সাথে মোবাইলে কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যান। ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান মন্ডলকে মোবাইল করলে তিনি রিসিভ করেননি।

পুরোনো সংবাদ

রংপুর 2335428076511854573

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item