পীরগঞ্জে শীতের কম্বল গরমে হাওয়া!

মাত্র ৩টি কম্বল উদ্ধার করলেন পিআইও

মামুনুররশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ     
শীতের সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া সাড়ে ৩’শ কম্বল পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নে গরমেও বিতরন করা হয়নি। বিষয়টি লোকমুখে জানাজানির পর কম্বলগুলো হাওয়া হয়ে গেছে। গতকাল বৃহষ্পতিবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওই ইউপি কার্যালয়ে গিয়ে মাত্র ৩টি কম্বল পেয়েছেন বলে জানা গেছে।
সুত্রে জানা গেছে, এবারের শীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ১৫টি ইউনিয়নের প্রতিটিতেই ১ম দফায় ২’শ টি করে এবং ২য় দফায় দেড়শটি করে কম্বল বরাদ্দ আসে। বিভিন্ন ইউনিয়নে ওই কম্বল দরিদ্র শীতার্তদের মাঝে বিতরন করা হলেও টুকুরিয়া ইউনিয়নে তা করা হয়নি বলে জানা গেছে। ওই ইউপি’র চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল ইউপি কার্যালয়ের ২য় তলার টয়লেটের পাশের একটি কক্ষে কম্বলগুলো রেখে কক্ষটি তালা দিয়ে চাবি নিজের কাছেই রেখে দেন। সম্প্রতি কম্বলগুলোর ব্যাপারে ইউনিয়নটির বেশ কয়েকজন কম্বলগুলো কক্ষ বন্দী করে রাখার বিষয় জানতে পারে। এ নিয়ে এলাকাবাসী কানাঘুসা করতে থাকলে রাতারাতি কম্বলগুলো সরিয়ে ফেলা হয়েছে বলে বিশ্বস্ত সুত্রগুলো দাবী করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দরিদ্র জানান, আমরা শুনেছি এবারে দু’বার কম্বল এসেছে। কিন্তু আমাদের চেয়ারম্যান আতাউর রহমান আমাদেরকে কোন কম্বল দেয়নি। বিশ্বস্ত সুত্রে খবর পেয়ে গতকাল দুপুরে পিআইও মিজানুর রহমান ওই ইউপির ৮ সদস্য ইউপি সদস্যকে সাথে নিয়ে কম্বল উদ্ধার করতে গেলে মাত্র ৩টি কম্বল পান। এ ব্যাপারে ইউএনও কমল কুমার ঘোষ বলেন, বিষয়টি জানার পরই আমি পিআইওকে পাঠিয়েছি। তিনি মাত্র ৩টি কম্বল পেয়েছেন। পিআইও মিজানুর রহমান বলেন, বিশ্বস্ত সুত্রে খবর পেয়ে আমি তাৎক্ষনিকভাবে ওই ইউপি কার্যালয়ে গিয়ে কক্ষ থেকে ৩টি কম্বল পেয়েছি। ইউপি সচিব আশরাফুল আলম বলেন, আমি এবারের শীতে সরকারীভাবে কোন কম্বল বরাদ্দ বুঝে পাইনি। তিনি আরও বলেন, এবারে আমার জানা মতে টুকুরিয়া ইউনিয়নে কম্বল বিতরন করা হয়নি।

পুরোনো সংবাদ

রংপুর 5830452760168645151

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item