রংপুরে বিকাশ-ফ্লাক্সিলোড ব্যবসার আদলে ইয়াবা!

হাজী মারুফ-
রংপুরে ফ্লাক্সি লোড ও বিকাশ ব্যবসার আদলে জমজমাট ইয়াবা ব্যবসা চলছে পুরোদমে। বিষয়টি গোয়েন্দা নজরদারির প্রয়োজন বলে সচেতন মহল দাবি তুলেছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, রংপুর নগরীর ইসলামপুর হনুমানতলা, মুলাটোল, গুড়াতিপাড়া, গনেশপুর পাকারমাথা, কামারপাড়া, টার্মিনাল, জুম্মাপাড়া, লালবাগ, মর্ডাণ, ধাপসহ কাউনিয়ার হারাগাছ এলাকা ও বিভিন্ন পাড়া-মহল্লায় যত্রতত্রভাবে গড়ে তোলা ফ্লাক্সিলোড ও বিকাশের ছোট-বড় দোকানের আদলে জমজমাট ইয়াবা ব্যবসা চলছে পুরোদমে। এসব দোকানে প্রতিদিনই গ্রামীণ, রবি, বাংলালিংক, ওয়ারিদ, টেলিটকসহ অন্যান্য অপারেটরসহ বিকাশ প্রতিষ্ঠানে কর্মরত সুঠোম দেহের লোকজনের পাশাপাশি মাদক সিন্ডিকেটের নিয়োগ করা কথিত উঠতি বয়সের যুবকদের কালোব্যাগ নিয়ে আনাগোনা করতে দেখা যায়। ওই সকল যুবকরা মাদক সিন্ডিকেটের সাথে জড়িত থেকে দোকানগুলো ইয়াবা সরবরাহ করে থাকেন। ছোট-বড় দোকানগুলোতে ফোনে ফ্লাক্সি লোড ও বিকাশের নামে স্ব-স্ব গ্রাহকদের মধ্যে ইয়াবা বিক্রি করে আসছেন। যার ফলে দৈনন্দিন ইয়াবা বিক্রির প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। ফলে মাদকাসক্ত হয়ে পড়ছে উঠতি বয়সের তরুন, যুব সমাজ, স্কুল-কলেজ পড়–য়া ছাত্ররাও। মাদকাসক্ত যুবকদের রোষানলে পড়ে বিপদগামী হয়ে পড়ছে স্কুল-কলেজ গামী ছাত্রীসহ উঠতি বয়সের তরুনীরা। চলাচল করতে গিয়ে মাদকসেবীদের কবলে পড়ে সর্ব শান্ত হচ্ছে প্রায় সময়। কেউ এসব ঘটনার প্রতিবাদ করলে তাদের উপর নেমে আসে মরণ খড়ক। নইলে মামলা-মোকদ্দমার মতো ঝক্কি-ঝামেলা বলে একাধিক সুত্র দাবি করেছেন। ওই সকল দোকানে আনাগোনা করা যুবকদের কেউ যদি কখনো জিজ্ঞেস করলে, উত্তরে ইয়াবা সরবরাহকারীরা নিজেদের মোবাইল অপারেটর কোম্পানীর লোক হিসেবে দাবি করে থাকেন। আর এসবের নেপথ্যে দোকানদাররাও তাদের সাফাই গেয়ে থাকেন। নইলে কথিত ব্যবসায়িরা লোকসান গুনবেন কিংবা দোকান গুটিয়ে ফেলবেন। বিকাশ আর ফ্লাক্সিলোডের দোকান দোকানদাররা সারাদিন তাদের প্রতিষ্ঠান খোলা রাখে না। বেলা ১০ টা হতে ১ টা এবং বিকেল ৩টা হতে রাত ১০ টা পর্যন্ত, এই সময়ের ব্যবধানে ফ্লাক্সিলোড ও বিকাশ করে আর কতটাকাই বা কমিশন আয় করে থাকেন? তার চেয়ে বিকাশ আর ফ্লাক্সিলোডের অন্তরালে ইয়াবা বিক্রি করে নিজের ভাগ্য পরিবর্তন ছাড়াও মাদক সিন্ডিকেটের হোতাদের ব্যবসা অব্যাহত রাখছেন কথিত দোকানদাররা। অথচ ওই সব দোকানীরা আলিসান জীবন-জীবিকা কাটান। দেখে মনে হবে, অঢেল সম্পত্তি। বিষয়টি গোয়েন্দা সংস্থা গুলোর খতিয়ে দেখার নজরদারির প্রয়োজন বলে সচেতন মহল মনে করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 8327551360466277485

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item