অটোরিক্সা-ইজিবাইকের ভোগান্তি রংপুর নগর জুড়ে!

এস. কে.মামুন

রংপুর নগরীতে দিন দিন বেড়েই চলেছে ব্যাটারিচালিত অটোরিক্সা-ইজিবাইকের সংখ্যা। ইতোমধ্যে এ যানের সংখ্যা ছাড়িয়ে গেছে আনুমানিক ২৫/৩০ হাজার। ফলে সিটির রাস্তাঘাট এখন অটোরিক্সা-ইজিবাইকের দখলে। লাইসেন্সবিহীন ও অদক্ষ চালকের কারণে নিত্যদিন শহরে যানজটসহ ঘটছে দুর্ঘটনা। এছাড়াও গ্যারেজে এসব অটোরিক্সা-ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে হতাহতের ঘটনাসহ চুরি হচ্ছে, দেশের মূল্যবান স¤পদের শত শত ইউনিট বিদ্যুৎ। জানা গেছে বিভিন্ন উপজেলা থেকে ব্যাটারিচালিত অটোরিক্সা-ইজিবাইক প্রতিদিন নগরীতে প্রবেশ করে এতে ভোগান্তি পড়ছে জনসাধারণ। ঢাকা-রংপুর ও রংপুর-দিনাজপুর মহাসড়কে দূরপাল্লার বাস, ট্রাকের সাথে অটোরিক্সা-ইজিবাইকের চালকরা প্রতিযোগিতা করতে গিয়ে অনেক যাত্রী ও চালক নিজেই গুরুতর আহত, কেউ কেউ আবার পঙ্গত্ববরণ করছে অনেকে। অন্যদিকে ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে যুক্ত হয়েছে ব্যাটারিচালিত অটোরিক্সা। তাদের গতি আরও বেপরোয়া। এসব অটোরিক্সা-ইজিবাইকের দুর্ঘটনার শিকার হলে রাস্তায় ছিটকে পড়ে যাত্রী। প্রতিবেদকের কথা হয় ১০/১২ বছর বয়সের রকি সাথে সে জানায়, তার চাচার কাছ থেকে অটোরিক্সা-ইজিবাইক চালানো কিছু কিছু শিখেছে তবে সে সব সময় চালায় না। প্রতিবেদকের কথা হয় শিক্ষক জুয়েল স্যারের সাথে তিনি বলেন যানজটমুক্ত নগরী চাই আমি। আর. কে. রোড গিয়ে দেখা যায়, একজন অটোবাইক চালক দূরপাল্লার ট্রাকের সাথে প্রতিযোগিতা করছেন। এ অটোরিক্সা-ইজিবাইকটি অন্য যে  কোন যানবাহনের তুলনায় হাল্কা, সহজে ও মাটির রাস্তায় চালানো যায়। জাহাজ কোম্পানী মোড়, সাতমাথা, মাহিগঞ্জ, মর্ডাণ মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, কামার পাড়া, মেডিকেল মোড়, পূর্বগেট, বেতপট্রিমোড়, শাপলা চত্বর, স্টেশন, পায়রা চত্বরসহ বিভিন্ন অলিগলিতে গিয়ে দেখা যায় অটোরিক্সা-ইজিবাইক ছড়িয়ে পড়ছে ব্যস্ত নগরজুড়ে আর যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ।

পুরোনো সংবাদ

রংপুর 8737411082545763947

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item