জাতীয় শিশু দিবসে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ,নিজস্ব প্রতিনিধি:
স্বাধীন বাংলাদেরশের স্থপতি, বাংলার অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে রংপুরের বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ে (বেরোবি) আনন্দ শোভাযাত্রা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে নয় টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এ দিবসটির কার্যক্রম।
পতাকা উত্তোলনের পরে আনন্দ শোভাযাত্রায় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেয় রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কেক কাটার পরে শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে চারটি গ্রুপে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।
পরে ক্যাফেটেরিয়াতে জাতির জনকের জীবনীর উপর শুরু হয় আলোচনা সভা। আলোচনায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর উন নবী। এছাড়াও বেরোবি শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান ( তুহিন ওয়াদুদ), এ সমিতির সধারণ সম্পাদক শিক্ষক গোলাম রব্বানীসহ বিভিন্ন অনুষদের ডিন ও কর্মকর্তাবৃন্দ এতে অংশ নেনু।
বঙ্গবন্ধুর জীবন সংগ্রামরে উপর রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মধ্যে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ভাইস চ্যান্সেলর এ্যাওয়ার্ড । এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ওমর ফারুকও এ পুরুস্কার লাভ করেন।
এতে উপস্থিত ছিলেন প্রক্টর (চলতি দায়িত্ব) মীর তামান্না সিদ্দিকা, শিক্ষক সামান্থা তামরিন, হারুন আল রশিদ, নুরুজ্জামান খান, সাব্বির আহমেদ চৌধুরী, আপেল মাহমুদ, শেখ মাজেদুল হক, বেলাল উদ্দিন প্রমূখ।
এ কর্মসূচিতে লোকপ্রশাসন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান মন্ডল আসাদের তত্ত্ববধায়নে শৃঙ্খলার দায়িত্ব পালন করেন বিশ^বিদ্যালয় রোভার স্কাউটের সদস্যরা।

পুরোনো সংবাদ

রংপুর 3624368890240990111

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item