নাজমা বেগম নাজুর দুটি কবিতা

অসময়ের বৃষ্টিতে

 খুব অসময়ে--
অসময়ের বৃষ্টিতে ভিজে ভিজে,
ভেজা মনটাকে নিয়ে
ফাগুন প্রহর পেরোই।
কোথায় আমার রংবাহারী
বাসন্তিকা ফুল?
কোথায় আকাশ অনন্ত নীল--


 বৃষ্টি বেলার বসন্ত দিন

 

বৃষ্টি তোমার অবোধ
সাহস দেখে,
বিষ্ময়ে হই নত।
শক্তি এমন কার আছে আর--
খুব অবেলায়, ভিজিয়ে দেবে
ফাগুন পোড়া
বসন্তকে।
ভিজিয়ে দিলে
আগুন রঙা লাল
ভিজল অবাধ
শিমূল ফোঁটা কৃঞ্চচূড়ার কাল।
ভেজা ডানার চৈতী পাখির
নরম পালক দেখি,
শ্রাবণ মেঘা কদম ফুলের
গন্ধে সুরে তালে
অবাধ মাখামাখি।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 8568090411403040085

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item