নাজমা বেগম নাজুর কবিতা

এখন অনুরোধ করছি


এখন অনুরোধ কারছি
এরপরে আর না।
এরপরে জ্বলন্ত কুঠার হাতে
ধেয়ে আসব
হব আগ্নেয়গিরি মহাকালের।
আমি না হলেও
অন্য কোন মানবী
জ্বলন্ত কুঠার হাতে, একদিন----
সভ্যতা ভাংবে পোড়াবে।
বলছি আমার হৃদয় অতলে
যে মহা সাগর উথলায় দিবানিশি
মানুষ তার নাম।
মেয়েমানুষ মেয়েমানুষ বলে
চিৎকার করার আগে
মানুষের মত বলে ওঠ
মানুষের ভাষায় বলো---
--ওরা মানুষ।
আমাকে মানুষ বলে ডাক
মানুষ নামে।
সবার আগে মানুষ বলে
ভাব আমাকে--
মাানুষ নামে ডাক।
( নারী দিবসের শুভেচ্ছা সবাইকে)

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 6872628885759358876

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item