সন্তানরা কি করছে, আপনারা খেয়াল রাখুন : প্রধানমন্ত্রী

ডেস্কঃপ্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অভিভাবকদের উদ্দেশে বলেছেন, সন্তানরা কি করছে, কার সাথে মিশছে-খেয়াল রাখুন। কেউ কখনও জঙ্গিবাদের সঙ্গে জড়িত হচ্ছে কিনা, কেউ যেন জঙ্গিবাদে না জড়ায় আপনারা নিজেরাই খোঁজ খবর নিন। আজ বুধবার বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখার মাঠে জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম বলেছে, আত্মঘাতী হওয়া মহাপাপ, গোনাহর কাজ। আজ যারা বিপথে যাচ্ছে, তারা যেন সৎ পথে ফিরে আসে। জঙ্গিবাদ, সন্ত্রাস, আত্মহননের পথ যেন বেছে না নেয়।

বিএনপি-জামায়াত সরকারের সময় দেশের বিভিন্ন দুর্নীতি ও সন্ত্রাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসের হাত থেকে অন্তঃসত্ত্বা নারীরাও রক্ষা পায়নি। তাদের পেট্রল বোমার হাত থেকে রক্ষা পায়নি কোমলমতি শিশু এবং শিক্ষকরাও। বিএনপি-জামায়াতের কাজই হলো ক্ষমতায় থেকে লুটপাট করা।

এর আগে জনসভাস্থলে সুইচ টিপে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

পুরোনো সংবাদ

প্রধান খবর 243344816683875180

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item