তেঁতুলিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে এ যাবত ফলাফল প্রকাশ হয়নি

মুহম্মদ তরিকুল ইসলাম,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলায় ৭টি ইউনিয়নে সম্মানি ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ৪৩৬জন। ভারত তালিকা ভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ১৮২জন। সেনা গেজেট তালিকা সংখ্যা ৭৪জন। বিজিবি তালিকা সংখ্যা ১১জন। পুলিশ বাহিনী গেজেট সংখ্যা ০১জন। আনসার বাহিনী গেজেট সংখ্যা ০৪জন-এর তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশ করেছে। অনলাইনে মুক্তিযোদ্ধা দাবিদার আবেদন প্রাপ্ত তালিকা সংখ্যা ১৬৩ জন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট যাচাই-বাচাইয়ের জন্য প্রেরণ করে। গত ৫ই ফেব্রুয়ারি/১৭ তারিখে তেঁতুলিয়া অডিটোরিয়াম হলরুমে বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান (এমপি) সভাপতিত্ত্বে যাচাই-বাচাই সভা অনুষ্ঠিত হয়। যাচাই-বাচাই প্রাক্কালে ০১ তালিকা গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ৫৭জন। ভারতীয় তালিকা, লাল মুক্তি বার্তা তালিকা ভুক্ত মুক্তিযোদ্ধাগণ সভায় প্রকাশ্যে উপস্থিতি হয়ে অনেক ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আপত্তি দেন। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা হাসান আলী মিঞা, নায়েব আলী, আইয়ুব আলী, রফিকুল ইসলামসহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধাগণ জানান, ভজনপুর ইউনিয়নের মালিগজ গ্রামের মৃত আব্দুল সাত্তার, বামনপাড়া গ্রামের আমেনা বেগম, ভুতিপুকুর গ্রামের আইনুল হক, দর্জিপাড়া গ্রামের নাসির খানসহ প্রায় ৪০জন ভুয়া মুক্তিযোদ্ধাগণ প্রকৃত মুক্তিযোদ্ধা সেজে মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা উত্তোলন করছে। যাচাই-বাচাই কমিটি সদস্য আইয়ুব আলী, মাহমুদুল হাসান চানু জানানÑ দু’কমান্ডার বিপুল অর্থের বিনিময়ে ৪০জন ভুয়া মু্িক্তযোদ্ধাকে প্রকৃত মুক্তিযোদ্ধা বানানোর তদবির শুরু করেছে। ফলে মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই-এর ফলাফল পঞ্চগড় জেলা ৪টি উপজেলায় প্রকাশিত হলেও তেঁতুলিয়া উপজেলায় প্রকাশ হয়নি।    

পুরোনো সংবাদ

পঞ্চগড় 633265501166003841

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item