পঞ্চগড়ে দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলা

সাইদুজ্জামান রেজ পঞ্চগড়:- ‘আমরা হবো জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আইসিটি হবে হাতিয়ার’—স্লোগানে হাজারো বেকারের কর্মসংস্থানের মূলমন্ত্র নিয়ে পঞ্চগড়ে দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্ত্বরে সরকারের আইসিটি ডিভিশনের আয়োজনে লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক।এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক বলেন, “যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রত্যেক অভিভাবকের উচিত সন্তানের হাতে ল্যাপটপ তুলে দেয়া। দেশে যে হারে শিক্ষিত যুবক রয়েছে সে হারে কর্মসংস্থান নেই। তাই বিকল্প কর্মসংস্থানের জন্য আউটসোর্সিংয়ের কোন বিকল্প নেই।”দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলায় সেমিনারে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আলীম খান ওয়ারেশী, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, প্রবীন সাংবাদিক অজিত কুমার সরকার। এ সময় বক্তারা বেকার যুবকদের ঘরে বসে না থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।মেলায় শিক্ষা প্রতিষ্ঠান, কম্পিউটার সেলস এন্ড ট্রেইনিং প্রতিষ্ঠানসহ সরকারি বে-সরকারি ২২ স্টল অংশ নেয়। আইসিটি ডিভিশনের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে সারাদেশে প্রায় ১৪ হাজার বেকার যুবক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান মেলার আয়োজকরা।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6208498421011006651

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item