তেঁতুলিয়ায় ২৩টি বিদ্যালয় স্বাধীনতা দিবস উদযাপন করলেও বুড়াবুড়ি ইউনিয়নের ১৪টি বিদ্যালয় অংশগ্রহন করেনি।

মুহম্মদ তরিকুল ইসলাম,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলায় পাইলট স্কুল মাঠে মহান স্বাধীনতা দিবসে ৭টি ইউনিয়নের ২৩টি প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ আনন্দ মুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ শারীরিক কসরত, ডিসপ্লে প্রদর্শন অংশগ্রহন করে ২৭টি টিম দর্শক-দর্শনার্থীদের আকর্ষণ করে তোলে। অন্যদিকে বুড়াবুড়ি ইউনিয়নের মির্জা গোলাম হাফিজ উচ্চবিদ্যালয়, আয়ুবউল হক বালিকা উচ্চ বিদ্যালয়, নাওয়া পাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, হারাদিঘী উচ্চ বিদ্যালয়, শিলাই কুঠি দাখিল মাদ্রাসা, ফখরুন্নেছা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা, বুড়াবুড়ি মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়নগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাওয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালদাস পাড়া সেরাজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, সর্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দিভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হারাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ মহান স্বাধীনতা দিবস উদযাপনে শিক্ষক ও ম্যানেজিং কমিটির গাফলতি কারণে বঞ্চিত করেছে। এ ব্যাপারে বুড়াবুড়ি মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তান আলী ও নাওয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইবুল হক জানান, উপজেলা শিক্ষা অফিস থেকে কোনো দিক নির্দেশনা পাইনি। অতঃপর উপজেলা শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন জানান, উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপিত করার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে তেঁতুলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সহ-কমান্ডার মজিবর রহমান ক্ষোপ প্রকাশ করে বলেন, বুড়াবুড়ি ইউনিয়ন-এর অধিকাংশ ভোটার বিএনপি সমর্থিত। শিক্ষা প্রতিষ্ঠান-এর প্রতিষ্ঠাতা বিএনপি নেতাদের নামে কিংবা নেতার মায়ের নামে গড়ে তোলার কারণে স্বাধীনতা দিবস উদযাপন করতে গড়িমিশি করছে। ফলে স্বাধীনতা দিবস উদযাপনে কোমলমতি শিশু ও কিশোর-কিশোরী ছাত্র-ছাত্রীরা বঞ্চিত হচ্ছে। ঘটনাটি এলাকার জনগণ উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ দাবি তুলেছে।   

পুরোনো সংবাদ

পঞ্চগড় 4313052732546632740

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item