কাবাডি প্রতিযোগিতায় নীলফামারী সদর চ্যাম্পিয়ান

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৮ মার্চ॥ 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার চুরান্ত খেলায় ৪৯Ñ১৯ পয়েন্টর ব্যবধানে ডিমলা উপজেলা কাবাডি দলকে পরাজিত করে নীলফামারী সদর উপজেলা কাবাডি দল চ্যাম্পিয়ান হয়েছে। আজ বুধবার বেলা ১২টার দিকে নীলফামারী পৌর মাঠে ওই চুরান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় নীলফামারী কাবাডি দলের বাসুদেব সেরা খেলোয়ার নির্বাচিত হন।
দুপুর একটার দিকে সেখানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক এ জে এম এরশাদ আহসান হাবিব, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সহকারি পুলিশ সুপার অশোক কুমার পাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার, জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন জানান, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা পুলিশের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা ওই প্রতিযোগিতার আয়োজন করে । জেলার ছয় উপজেলার ছয়টি কাবাডি দল এতে অংশ নেয়। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌর মাঠে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী পুলিশ সুপার।#

পুরোনো সংবাদ

নীলফামারী 6168140191049413822

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item