নীলফামারীতে জাতীয় পাট দিবসে বর্নাঢ্য র‌্যালী

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৬ মার্চ॥
বাংলার পাট, বিশ্বমাত এই শ্লোগানের সঙ্গে সোনালী আশেঁর সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ প্রতিপাদ্য কে সামনে নিয়ে সারা দেশের ন্যায় আটদিন ব্যাপী এবার প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় পাট দিবস/২০১৭। আজ সোমবার দিবসটি পালনে নীলফামারীতেও নানান কর্মসুচি শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয় হতে এক বর্নাঢ্য র‌্যালী শহরে বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ,টি,এম তইবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ,জে,এম এরশাদ আহসান হাবিব। বক্তব্য রাখেন জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ ইদ্রিস, জেলা চেম্বারের সাবেক সভাপতি এসএম সফিকুল আলম ডাবলু, সিপিবি সভাপতি শ্রীদাম দাস প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে জানানো হয় দেশে পাটের সম্ভাবনা কাজে লাগাতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে- এ খাতে গবেষণা বাড়ানো, নতুন পাটনীতি প্রণয়ন, সংস্কারের আওতায় জুটমিল করপোরেশনকে আনা এবং পণ্যের ব্যবহার পলিথিনের ওপর ইকো ট্যাক্স আরোপ। একদিকে দেশে পাট পণ্যের ব্যবহার বাড়ানো এবং অন্যদিকে রফতানি বাড়ানো। সব মিলে এ খাতের বিশাল বাজার সৃষ্টি করে কর্মসংস্থান বাড়াতে চায় সরকার। আটদিন ব্যাপী পাট দিবস পালনে পাট চাষীদের নিয়ে সেমিনার, প্রশিক্ষন, আলোচসজ্জা, পাটজান পন্যের প্রদর্শনী ও আলোকসজ্জা রয়েছে।#

পুরোনো সংবাদ

নীলফামারী 6417007867117830679

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item