পাঠ্যপুস্তক পরিবর্তন কেন অবৈধ নয় : হাইকোর্ট

ডেস্কঃ
হেফাজতে ইসলামের সুপারিশে কয়েকজন স্বনামধন্য লেখকের লেখা পাঠ্যপুস্তক থেকে বাদ দেয়া কেন অবৈধ হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।

শিক্ষাসচিব ও জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
  
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেনসহ দু’জনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রুল জারি করেন।

উল্লেখ্য, সপ্তম ও অষ্টম শ্রেণির দুটি পাঠ্যবই প্রায় ১৫ লাখ কপি ছাপা হয়ে যাওয়ার পরও দুটি লেখা বাদ দিয়ে নতুন করে বই ছাপানো হয়। যে দুটি লেখা বাদ দেয়া হয়েছে সে লেখা দুটিসহ আরো কিছু লেখা বাদ দেয়ার দাবি ছিল হেফাজতের।

তবে হেফাজতের ইসলামের দাবিতেই যে পাঠ্যবইয়ে এ পরিবর্তন আনা হয়েছে তা এখনো পর্যন্ত কেউ স্বীকার করেননি।

পুরোনো সংবাদ

প্রধান খবর 3228985667724673868

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item