গাইবান্ধায় সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ,দুই ঠিকাদার জেলহাজতে দুদকের মামলায়

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অনিয়ম- দূর্নীতি ও সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দূর্নীতি দমণ কমিশনের (দুদক) দায়ের করা মামলায় দুই ঠিকাদারকে জেলহাজতে  পাঠিয়েছে আদালত।
বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুব তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, বিকেলে ওই আদালতে তারা আত্মসমর্পন করে জামিন আবেদন করেন । তারা হলেন, গাইবান্ধা গণপূত বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ওমর ফারুক রুবেল ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন শাহিন।
ওমর ফারুক রুবেল জেলা শহরের মমিনপাড়া এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে। কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন রাত পৌনে সাতটায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১০-১১ অর্থ বছরে গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের নামে অনিয়ম, দূণীতি ও সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।পরে দুদক তাদের বিরুদ্ধে ২০১৩ সালে মামলা দায়ের করেন। সেই মামলায় বিকেলে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা। বিচারক শুনানি শেষে তাদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 6239469688648248138

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item