সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচনের পূর্ব-প্রস্তুতি সম্পন্ন

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচন পূর্ব-সফল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২২ মার্চ বুধবার অনুষ্ঠিত হবে এ নির্বাচন।
বিভিন্ন সুত্রে জানা যায়, নির্বাচন সু-সম্পন্নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণের মধ্যে নিয়োজিত রয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসক- মো. আব্দুস সামাদ, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার ও রির্টার্নিং অফিসার- জি.এম সাহাতাব উদ্দিন, গাইবান্ধা জেলা পুলিশ সুপার- মাশরুকুর রহমান খালেদ, জেলা নির্বাচন অফিসার আব্দুল্যাহ্-আল-মোতাহ্সিম, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া, গাইবান্ধা জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- মুহাম্মদ হাবিবুল আলম, এমএম আশিক রেজা, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার-আব্দুল মালেক ও থানা অফিসার ইনচার্জ- মুহাম্মদ আতিয়ার রহমান। এছাড়া র‌্যাব, বিজিবি, পুলিশ আনছারসহ ৫ স্তরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সাদা পোশাকে কয়েকটি স্তরের প্রশাসনিক নজরদারী অব্যাহত রয়েছে আগে থেকেই। উপজেলার পৌরসভা ও  ১৫টি ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৩’শ ৮১ জন। এর মধ্যে পুরুষ-১ লাখ ৬২ হাজার ৫’শ ৮৫ জন ও ১ লাখ ৭০ হাজার ৮’শ ৪১ জন মহিলা ভোটারের জন্য ১’শ ৯টি কেন্দ্রের ৬’শ ৩৭টি বুথের ভোট গ্রহণ করা হবে। এ জন্য ইতোমধ্যে ১’শ ৯ জন প্রিজাইডিং অফিসার, ৬’শ ৩৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ২’শ ৭৪ জন পুলিং অফিসার নিয়োগ করা হয়েছে। এ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- আ’লীগ মনোনীত গোলাম মোস্তফা আহম্মে  (নৌকা), জাতীয় পাটির শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী- ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার (আপেল), জেপি’র ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (বাই-সাইকেল), জাসদ’র এ্যাড মোহাম্মদ আলী  প্রামানিক (মশাল), গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ) ও  এনপিপি’র জিয়া জামান খান (আম)।
    উল্লেখ্য, গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাষ্টার পাড়াস্থ নিজ বাসভবনে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সরকার দলীয় এমপি মঞ্জুুরুল ইসলাম লিটন। ফলে আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে শূন্য হওয়া আসনের উপ-নির্বাচন।

পুরোনো সংবাদ

নির্বাচন 6077554935119639608

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item