সুন্দরগঞ্জ উপ-নির্বাচনে জাপা, আ’লীগের মধ্যে লড়াইয়ের সম্ভাবনা

নুরুল আলম ডাকুয়া: সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ উপ-নির্বাচন। জাতীয় পাটির ঘাটি হিসাবে খ্যাত এই আসনে বরাবরই জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়। ১৯৯৬ এ নির্বাচনে ৪ দলীয় মনোনীত প্রার্থী আব্দুল আজিজ দাড়ি পাল্লা নিয়ে এমপি নির্বাচিত হয়। ২০০৯ সালে মহাজোট মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে আবারও আসনটি দখলে নেয়। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মঞ্জুরুল ইসলাম লিটন নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়। এই আসনটি জামাত শিবির অধ্যাসিত এলাকা হিসাবেও আলোচিত। ২০১৩ সালে  ২৮ ফেব্রুয়ারী মাওলানা দেলোয়ার হোসেন সাঈদিকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্বাস্থ করে ফাসির রায় ঘোষনা করা হলে জামাত শিবির ব্যাপক ধ্বংশাত্বক কর্মকান্ড চালায় এসময় তারা আইন শৃংঙ্খলা বাহিনীর ৪ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। এঘটনায় জামাত-শিবিরের কয়েক হাজার নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হলে জামাত শিবিরের নেতা কর্মীরা হয় এলাকা ছাড়া এরই মধ্যে ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্বের হাতে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এঘটনায় জামাত শিবিরের নেতা কর্মীদের ধর পাকর শুরু হলে তারা আতœগোপনে চলে যায়। ফলে তাদের সাংগঠনিক কাঠামো তসনস হয়ে যায়। এ উপজেলায় জামাতের অবস্থা নরভরে হওয়ার কারণে জাতীয় পাটি সাংগাঠনিক ভাবে শক্ত অবস্থানে। এমতাবস্থায় আসছে ২২ মার্চ/২০১৭ উপ-নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও প্রার্থীদের মধ্যে জাপা (এ) মনোনীত প্রার্থী ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীক নিয়ে শক্ত অবস্থানে রয়েছে। অপরদিকে সরকার দলীয় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ ও প্রবীন রাজনীতিবীদ হওযায় নৌকা প্রতীক নিয়ে অনেকটা মজবুত অবস্থানে এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার আপেল প্রতীক নিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে। অনেকে মনে করেন বিএনপি জামাত এর কোন প্রার্থী না থাকায় জামাত-বিএনপি পন্থী ভোটাররা যাকে ভোট দেবেন তিনি এমপি নির্বাচিত হবে। অসমর্থিত সুত্রে জানা যায় জামাত-শিবিরের ভোটাররা আওয়ামীলীগের কাধে ভর দিয়ে নির্বিঘেœ ভোট কেন্দ্রে যেতে চান। তবে তারা দলীয় দিক নির্দেশনা অনুযায়ী ভোট দেবে। সুন্দরগঞ্জ আসনে মোট ৩,৩৩,৩৮১জন এর মধ্যে পুরুষ ভোটার ১,৬২,৫৪০ জন ও মহিলা ভোটার ১,৭০,৮৪১ জন।

পুরোনো সংবাদ

নির্বাচন 2206554179169976859

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item