মুচলেকা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে চিলাহাটির ২ মাদক ব্যবসায়ী

এ আই পলাশ, চিলাহাটি, নীলফামারী প্রতিনিধি ঃ
মাদক ব্যবসা ছেড়ে থানায় মুচলেকা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে ২ মাদক ব্যবসায়ী।বৃহস্পতিবার(৯ মার্চ ) রাত ৯ টার দিকে নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি বাজার সংলগ্ন নতুন সরকার পাড়া গ্রামের মৃত ফজর আলির পুত্র আবুল হোসেন (৭০) এবং তার স্ত্রী জাহানারা বেগম (৫০) চিলাহাটী পুলিশ তদন্ত কেন্দ্রে এই মুচলেকা প্রদান করেন। জানা যায় দীর্ঘ ৩৫ বছর যাবত বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আবাল-বৃদ্ধ সহ এলাকার যুব সমাজকে বিপদের মূখে ঠেলে দিয়েছে এই দুই মাদক ব্যবসায়ী। এই ৩৫ বছরে এলাকার মানুষের কাছে মাদক বিক্রয়ের স¤্রাট হিসেবে তারা পরিচিত ছিল। সারা জীবন মাদকের ব্যবসা করে বেশকিছু মামলা ও পুলিশ প্রশাসনের ধাওয়া খেয়ে শেষ প্রন্তে এসে স্বামী-স্ত্রী আবুল হোসেন ও জাহানারা বেগম চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে এসে আত্ম সমর্পন করে। বেশ কয়েকজন স্বাক্ষীর সামনে মুসলেকায় স্বাক্ষর করে বাস্তব সুন্দর পরিবেশে বসবাসের প্রতিশ্রুতি দিয়ে প্রশাসনের সহযোগীতা নিয়ে ফিরে যান। উল্লেখ্য গত ৪ঠা জানুয়ারী ২০১৭ইং চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্ব পেয়ে আসেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আই. সি মোঃ ফজলুর রহমান। তার নেতৃত্বে এস.আই জাহাঙ্গীর আলম, এস.আই শাহিন, এ.এস.আই জুলফিকার চিলাহাটির বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, চোরাচালান, বাল্যবিয়ে এবং ইভটিজিং এই বিষয়গুলোর উপর অভিযান চালায়। ইতি পূর্বেও চিলাহাটির দুই মাদক বিক্রেতা লেবু মিয়া ও রাজ্জাক থানায় আত্মসমর্পন করে। বর্তমানে মাদক বিক্রয়ের স্থানগুলো ভেঙ্গে দেওয়ায় মাদক সেবনকারী তুলনামুলোক অনেক কমেছে। এই বিষয়গুলোতে সার্বিক সহযোগীতা করছেন ভোগডাবুরী ইউপির ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সহিদুল হোসেন (লিটন)। এলাকার সুধী মহল ও গন্যমান্য ব্যক্তিগণ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ।

পুরোনো সংবাদ

নীলফামারী 3070832682462686049

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item