ডিমলায় মুক্তিযুদ্ধের চেতনায় করনীয় শীর্ষক আলোচনা সভা।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী ১৯৭১ এর রনাঙ্গনের ১১টি সেক্টরের ৬ নং সেক্টর অধিনস্থ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের উদ্দ্যোগে নীলফামারী ডিমলা উপজেলায় ১০ নং ছাতনাই কলোনী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে ১৩ মার্চ সোমবার সকালে ছাতনাই কলোনী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস সভাপতি আওয়ামী লীগ পূর্ব ছাতনাই ইউনিয়ন এর সভাপতিত্বে মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের করনীয় শির্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দেওয়ানগঞ্জের অধিনাস্থ ৬নং কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, তার সঙ্গী সাথী হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত কোম্পানী  কমান্ডার এ জেড সিদ্দিকী ভি.আই.পি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আইনুল ইসলাম, এ ছাড়া এফ.এফ গণের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) ও সহকারী জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলী, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন খোকন, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী, টেপা খড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়ার উদ্দিন, ছাতনাই কলোনী বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিন্টু, পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান প্রমূখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক জন সচেনতা ও শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা বাস্থবায়ন এবং সেই সঙ্গে ৭ই মার্চ রেস্কোর্স ময়দানে জাতীর জনক শেখ মুজিবুর রহমান-এর বলিষ্ঠ ঘোষনার মধ্য দিয়ে যারা জীবনকে বাজী রেখে যুদ্ধ করেছি তার ইতিহাস শিক্ষার্থীর মাঝে উজ্জিবিত করে রাখার জন্য সবার প্রতি আহবান করেন। তিনি আরও বলেন ১১ মার্চ ২০১৭ মুক্তিযোদ্ধাদের সাথে ৬ নং সেক্টর বুড়িমারী গিয়ে দেখা যায় সেখানে ১৯৭১ সনের মুক্তিযুদ্ধের যারা আবদান রেখেছিলেন তাদের  প্রতীক ও নাম নিশানায় নেই। তা সংরক্ষন ও স্মৃতিফলক নির্মানের জন্য সরকারে প্রতি জোরদাবী জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 6560904407457882851

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item