মহাসড়কে চালক নিয়ন্ত্রন হারায় পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত- ৩, আহত ২০!

মামুনুররশিদ মেরাজুল ,নিজস্ব প্রতিনিধিঃ

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন মহিলা নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছে। আহতদের সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার ভোর সাড়ে ৪ টায় রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জের মকিমপুর নামকস্থানে ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে ওই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ঠাকুরগাওগামী রুপসী পরিবহন (ঢাকা মেট্রো ব ১১-০৬৭৩) নামের একটি নৈশ কোচ দ্রুতবেগে যাওয়ার সময় উল্লেখিত স্থানে চালক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের বাম পার্শ্বে জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দিনাজপুরের খানসামা উপজেলার বোয়ালদিহী গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম (৩৬) ও অজ্ঞাতনামা এক মহিলা নিহত হন। এ সময় প্রায় ২০ জন যাত্রীও গুরুতর আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান জানান, চালক নিয়ন্ত্রন হারালে বাসটি মহাসড়ক থেকে ছিটকে মহাসড়কের বাম পাশে জমিতে উল্টে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। এখন মামলার প্রস্তুতি চলছে। অপর একটি সুত্র জানিয়েছে, রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা আরও একজন মারা গেছেন।

পুরোনো সংবাদ

রংপুর 3508070470484378058

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item