সৈয়দপুরে ফায়ার সার্ভিসের দুর্ঘটনা পরবর্তী উদ্ধার মহড়া অনুষ্ঠিত

তোফজ্জল হোসেন লুতুসৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরে সড়ক দুর্ঘটনা পরবর্তী উদ্ধার তৎপরতা সম্পর্কীত মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  দপ্তর গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২ টায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে উদ্ধার মহড়ার আয়োজন করে। এতে সৈয়দপুর, উত্তরা ইপিজেড ও নীলফামারী ফায়ার স্টেশনে অগ্নি নির্বাপন কর্মীরা অংশ নেন।
সৈয়দপুর ফায়ার স্টেশন সূত্র জানায়, রাত্রীকালিন সড়ক দুর্ঘটনায় কী কী যন্ত্রপাতি ও উদ্ধার সরঞ্জাম ব্যবহার করা হয় তার ব্যবহারিক দিক উপস্থাপন করা হয় মহড়ায়। মূলতঃ ফায়ার সার্ভিস কর্মীদের ধারাবাহিক দক্ষতা বাড়াতে ওই মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় বিপুল সংখ্যক অগ্নিনির্বাপন কর্মী অংশ নেন।
এ সময় ফায়ার সার্ভিস ও  সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম তরফদার, সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক, মো. মাহমুদুল হাসান ও  মো. মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
 এ সময় স্থানীয় এলাকাবাসী ও পরিবহন শ্রমিকেরা উপস্থিত থেকে ওই মহড়া উপভোগ করেন ।

পুরোনো সংবাদ

নীলফামারী 8299777469731222026

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item