১ মার্চ সৈয়দপুর উপজেলায় শতভাগ বিদ্যূতায়নের শুভ উদ্বোধন

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

আগামী ১ মার্চ নীলফামারীর সৈয়দপুরসহ দেশের ১০টি উপজেলায় শতভাগ বিদ্যূতায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে এক প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রংপুর পল্লী বিদ্যূৎ সমিতি- ২এর উদ্যোগে ওই প্রেস বিফ্রিংয়ের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বিফ্রিংয়ে জানানো হয়েছে, সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নে ৪৬টি গ্রাম রয়েছে। রংপুর পল্লী বিদ্যূৎ সমিতি - ২ এর আওতাধীন ওই সব গ্রাম এলাকায় ৪৮৭ কিলোমিটার বিদ্যূৎ সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে। গত ২ মাসে ৫টি ইউনিয়নে ক্র্যাস প্রোগ্রামের মাধ্যমে ১৬ হাজার ৫১১ জন নতুন বিদ্যূৎ সংযোগ প্রদান করা হয়। বর্তমানে সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নে পল্লী  বিদ্যূৎ সংযোগ রয়েছে ৩২ হাজার ১৮৭টি। এতে ব্যয় হয়েছে ৭০ কোটি টাকা। যার মাধ্যমে উপজেলায় শতভাগ বিদ্যূতায়নের মধ্যে এসেছে। আগামী ১ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সৈয়দপুর উপজেলাসহ দেশের ১০টি উপজেলায় শতভাগ বিদ্যূতায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে ওই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। এ অনুষ্ঠানে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বিদ্যূৎ সুবিধাভোগীসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন।
 প্রেস বিফ্রিংয়ে রংপুর পল্লী বিদ্যূৎ সমিতি- ২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. সোহরাব হোসেন  সৈয়দপুর উপজেলায় শতভাগ বিদ্যূৎতায়ন কার্যক্রমের তথ্য উপাত্ত তুলে ধরেন। সেই সঙ্গে তিনি প্রেস বিফ্রিংয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
 এ সময় ডেপুটি জেনারেল ম্যানেজার অখিল কুমার, ডেপুটি জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ বর্মন,সহকারি জেনারেল ম্যানেজার (এমএস) সফেদ ফেরদৌস চৌধুরীসহ রংপুর পল্লী বিদ্যূৎ সমিতির-২ এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 264743580412940574

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item