সৈয়দপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে  সৈয়দপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সেবা সপ্তাহের এবারের প্রতিপাদ্য “নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ সবল মেধাবী জাতি”    এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে ওই সভার আয়োজন করা হয়।
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. আজমল হোসেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউনএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
 সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ  অফিসার কৃষিবিদ ডা. মো. এনামুল হক।
এতে অন্যান্যদের মধ্যে রাখেন সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. হাসান আলী,  ডেইরী খামার মালিক মো. মোখছেদুল মোমিন, ছাগল খামারী মো. আখতারুজ্জামান, আহ্মেদ আলী বাবু,  মো. ইমরান,ভেড়া খামারী মোছা. বানু বেগম ও পোল্ট্রি ফিড ব্যবসায়ী মো. মিজানুর রহমান লিটন প্রমূখ।
আলোচনা সভাটি উপস্থাপনা করেন সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মশিউর রহমান।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে শোভাযাত্রাটি সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় । 
 বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় সৈয়দপুর উপজেলার বিপুল সংখ্যক ডেইরী ও পোল্ট্রি খামারি উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5477835280494598781

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item