সৈয়দপুরে তিন দিনব্যাপী শিক্ষা মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ - ২০১৭ উপলক্ষে সৈয়দপুর উপজেলা শিক্ষা বিভাগের আয়োজিত তিন দিনব্যাপী শিক্ষা মেলার সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) উপজেলা পরিষদ চত্বরে ওই অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিক, সৈয়দপুর উপজেলা পরিষদ প্যানেল মেয়র আজমল হোসেন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল প্রমূখ।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান হাবিব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে রংপুরের তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিয়ার রহহামন, বেসরকারি উন্নয়ন সংগটন গণ-সাহায্য সংস্থার এরিয়া কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর এ এটিএম মোফাখ-খারুল ইসলাম, সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান, পৌর আওয়ামী সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ - ২০১৭ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীতে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারী প্রতিষ্ঠান ও  শিক্ষা মেলায় প্রদর্র্শিত স্টলের পুরস্কার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা পদক, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ডিভাইজ প্রদান করা  হয়েছে।       

পুরোনো সংবাদ

নীলফামারী 5699868754447714064

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item