পীরগাছায় শিক্ষিকার বেধড়ক মারপিটে ২য় শ্রেণির শিক্ষার্থী হাসপাতালে

ফজলুর রহমান,পীরগাছা(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় এক শিক্ষার্থীকে শিক্ষিকা কর্তৃক নির্মম প্রহর করায় গত বুধবার ওই শিক্ষার্থীকে গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায়  গতকাল বৃহস্পতিবার দুুপুরে স্থানীয় অভিভাবকরা বিদ্যালয়টি ঘেরাও করে অভিযুক্ত শিক্ষিকার বিচারের দাবিতে বিক্ষোভ করে। জানা যায়, উপজেলার কুটিপাড়া প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হাসি আক্তার(৭) রোল-৩৫ গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ে উপস্থিত হন। পরে শেষ পিরিয়ডে বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আনজুমান-আরা বেগম শ্রেণি কক্ষে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের নিকট পড়ার বিষয় জানতে চান। শিক্ষার্থীরা দেরিতে পড়ার বিষয় জানালে শিক্ষিকা আনজুমান আরা বেগম ক্ষিপ্ত হয়ে স্টিলের স্কেল দিয়ে একাধিক শিক্ষার্থীকে মারপিট করেন। এ সময় শিক্ষার্থী হাসি আক্তার গুরুত্বর আহত হন। পরে গত বুধবার ওই শিক্ষার্থীর অবস্থা গুরুত্বর হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত শিক্ষিকা আনজুমান-আরা বেগম শিক্ষাথীকে পিটিয়ে আহত করে ঘটনার দিনেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজসে ভূয়া মেডিকেল সনদপত্র দেখিয়ে ১৫ দিনের ছুটি নিয়ে আত্মগোপনে যান। এদিকে শিক্ষার্থীকে আহত করে কর্তৃপক্ষের যোগসাজসে আনজুমান-আরা বেগম ছুটি নিয়ে আত্মগোপনে থাকা ও তার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় অভিাভাবকরা বিদ্যালয়টি ঘেরাও করে বিক্ষোভ করেন। শিক্ষার্থী হাসি আক্তার এর বাড়ি উপজেলার ছাওলা ইউপির রতনপুর গ্রামের আম্বার আলীর মেয়ে ।
হাসি আক্তারের পিতা আম্বার আলী জানান, তার মেয়েকে শিক্ষিকা আনজুমান-আরা বেগম শ্রেণি কক্ষে বেধড়ক মারপিট করায় গুরুত্বর আহত হয়। পরে তার অবস্থা গুরুত্বর হলে গত বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসি আক্তারের অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় বলে চিকিৎসক জানিয়েছেন।
কুটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে প্রধান শিক্ষককে না পাওয়ায় তার মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি দেখা হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিক-উজ-জামান এর সাথে অফিসে গিয়ে ও মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7352103637718708505

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item