রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের আত্মপ্রকাশ

 সাংবাদিকদের পেশাগত ঐক্য জোরদার করা, হত্যা নির্যাতন, নিপীড়ন বন্ধসহ স্বার্থ সংরক্ষণের প্রত্যয়

এস.কে.মামুন

দৈনিক ইত্তেফাকের রংপুর অফিস প্রধান ও নিউজ টোয়েন্টিফোর এর রংপুর বিভাগীয় প্রতিনিধি ওয়াদুদ আলীকে আহ্বায়ক এবং এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার একেএম ময়নুল হককে সদস্য সচিব করে সাংবাদিকদের স্বার্থ রক্ষার্থে “সম্মিলিত সাংবাদিক সমাজ, রংপুর” নামে ৪১ সদস্য বিশিষ্ট একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার হোটেল আহার পার্টি সেন্টারে রংপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সাংবাদিকদের পেশাগত ঐক্য জোরদার করা, হত্যা, নির্যাতন, নিপীড়ন বন্ধ এবং ন্যায্য অধিকার আদায়, সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তাসহ তাদের সার্বিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে দীর্ঘ মত বিনিময় শেষে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এই কমিটি গঠন করা হয়। সাংবাদিক ওয়াদুদ আলীর সভাপতিত্বে ও একাত্তর টেলিভিশনের ব্যুরো রিপোর্টার শাহ্ বায়েজীদ আহম্মেদের সঞ্চালনায় গঠিত কমিটির যুগ্ন-আহ্বায়করা হলেন, দৈনিক অর্জন পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান সরকার, ডেইলি মুসলিম পত্রিকার রংপুর প্রতিনিধি রবিউল হোসেন সরকার বাবলু , দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি শ্রী বাবলু নাগ, ঢাকা বাংলা টেলিভিশন ডিবিসি নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার ও রংপুর অফিস প্রধান রতন সরকার, একাত্তর টেলিভিশনের ব্যুরো রিপোর্টার শাহ্ বায়েজীদ আহম্মেদ, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত, দৈনিক আলোকিত বাংলাদেশের রংপুর ব্যুরো প্রধান আব্দুস সালাম, যমুনা টেলিভিশনের রংপুর প্রতিনিধি ইসমাইল হোসেন প্রিন্স, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, দৈনিক করতোয়ার রংপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পি, নিউজ পোর্টাল উত্তরবাংলা ডট কম এর প্রকাশক মুরাদ মাহমুদ, দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার আফতাবুজ্জামান হিরু, ডিবিসি টেলিভিশনের ক্যামেরা পার্সন জুলফিকার হায়দার জুয়েল, দৈনিক সংবাদ এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তপন কুমার রায়। কমিটির সদস্যরা হলেন, সাইফুল ইসলাম (দৈনিক রংপুর চিত্র ও দৈনিক জনতা), মোস্তাফিজার রহমান বাবলু (স্টাফ রিপোর্টার মিডিয়া গ্রুপ, আমাদের সময়), আতিকুর রহমান আতিক (উত্তরাঞ্চল প্রতিনিধি, দৈনিক কুড়িগ্রাম খবর), নববী ফেরদৌস রাফী (ক্যামেরা পার্সন, নিউজ টোয়েন্টিফোর), শরীফ হোসেন (ক্যামেরা পার্সন চ্যানেল টোয়েন্টিফোর), হাজী মারুফ ( বার্তা সম্পাদক, সাপ্তাহিক চলমান বার্তা), আসাদুজ্জামান আফজাল (ফটো সাংবাদিক, দৈনিক যুগের আলো), আলী হায়দার রনি (ক্যামেরা পার্সন, ইটিভি ও দৈনিক করতোয়া), এস.এম জাকির হসাইন (দৈনিক বর্তমান), এম.আর মিজান (বিশেষ প্রতিনিধি, দৈনিক আমার সংবাদ ও ঞযব ধংরধহ ধমব এবং দৈনিক মায়াবাজার), এস.এম তারিকুল ইসলাম (মিডিয়া সম্পাদক, ডেসটিনি), মাহফুজুল ইসলাম বকুল (বেরোবি প্রতিনিধি, দৈনিক যুগের আলো ও সকালের খবর), এস.এম শহীদুল আলম (স্টাফ রিপোর্টার, প্রথম খবর), মোঃ আব্দুস সাত্তার আজাদ (দৈনিক জনতা), শাহরিয়ার মিম (দৈনিক দাবানল ও সময়ের কন্ঠস্বর), রনজিৎ দাস (ফটো সাংবাদিক, উত্তরবাংলা ডট কম), মোঃ সাব্বির হোসেন (সাংবাদিক, দৈনিক ডেসটিনি), মোঃ সাইফুল ইসলাম (বেরোবি প্রতিনিধি, যায়যায় দিন), মোঃ আল আমিন (বেরোবি প্রতিনিধি, ঢাকা প্রতিদিন), মোঃ মোবাশ্বের আহমেদ (বেরোবি প্রতিনিধি, দাবানল ও পরিবর্তন ডট কম), মোঃ আবুল কাশেম (ক্যামেরা পার্সন, আরটিভি), মোস্তফা নেওয়াজ সোহেল (সিনিয়র স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক চলমান বার্তা), মোঃ রবিউল ইসলাম রোমান (সিটি রিপোর্টার, সাপ্তাহিত চলমান বার্তা), এস.এম ফজলুল করিম লিটন (দৈনিক ঢাকা প্রতিদিন ও দৈনিক প্রথম খবর), রহিম বাদশা (লাল সবুজ বাংলাদেশ), মনজু হোসেন ( সমাজ সংবাদ) প্রমুখ। সভায় রংপুরসহ সারা দেশের সাংবাদিক হত্যাকারী এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টন্তমূলক শাস্তির দাবিসহ সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণ করে বিশেষ আদালত গঠনের মাধ্যমে বিচার কাজ ত্বরান্বিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়। সভায় রংপুর থেকে প্রকাশিত সকল দৈনিক পত্রিকার সম্পাদক/ নির্বাহী সম্পাদক/বার্তা সম্পাদকদের নিয়ে উপদেষ্টা মন্ডলী গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে  গুলিতে নিহত দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল ও রংপুরে সন্ত্রাসীদের হাতে নিহত দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎসসহ সারা দেশে নিহত সাংবাদিকদের আতœার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় রংপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের স্বার্থ সংরক্ষণে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7572511176611686024

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item