পীরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল

মামুনুর রশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ

পীরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে অন্যের জমি অন্যায় দখল দিয়ে বোরো চাষ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষে প্রাণহানির আশংকা করা হচ্ছে। এ ঘটনা উপজেলার আমোদপুর গ্রামে।
জানা গেছে, উপজেলা পাচঁগাছী ইউনিয়নের বর্নিত গ্রামের বাসিন্দা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড. আবুল কালাম আজাদ (বীর প্রতিক) ঢাকায় বাস করাবস্থায় মারা যান। এ সুযোগে বর্নিত গ্রামের মৃত-আলিমুদ্দিনের ছেলে মোকছেদ, হযরত ও আপেল মিয়ার নেতৃত্বে ১৫/২০জন লোক দেশীয় অস্ত্রে সর্জিত হয়ে ওই বীর প্রতিকের বর্নিত মৌজার ২১৬নং খতিয়ানে ৯৮৩নং দাগে ৫৬শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। ফলে মরহুম বীর প্রতিকের ছেলে রাকিব হাসান আজাদ বাদী হয়ে আদালতে উল্লেখিত প্রতিপক্ষের নামে আদালতে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত উক্ত তফশীলভূক্ত জমিতে ১৪৪/১৪৫ ধারা জারী করে। আদালতের এ নির্দেশ বাস্তবায়নে পীরগঞ্জ থানার পুলিশ উভয় পক্ষকে নোটিশ প্রদান করে। নোটিশ প্রাপ্তির পর প্রতিপক্ষ আরো বেপরোয়া হয়ে ওঠে। প্রতিপক্ষ মোকছেদ, হযরত ও আপেল মিয়ার নেতৃত্বে ২৫/৩০জনের একটি বাহিনী আদালতের নির্দেশ অমান্য করে গত বুধবার জবরদখল পূর্বক ওই জমিতে বোরো চাষ করে। এ ব্যাপারে রাকিব হাসান আজাদ গতকাল পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাহারুল ইসলাম জানান‘ প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

পুরোনো সংবাদ

রংপুর 6802894068392779857

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item