সানিপ্রকর রংপুরের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত।আগামী বুধবার মানববন্ধন

এস.কে.মামুন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি (সানিপ্রকর) রংপুরের বিশেষ সাধারণ সভা গতকাল শনিবার সালেক পাম্প সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ও দৈনিক নতুন স্বপ্ন পত্রিকার সম্পাদক মোঃ আঃ আজিজ চৌধুরী সাঈদের সভাপতিত্বে উপস্থিত থেকে কর্মপরিকল্পনার প্রাথমিক এজেন্ডার উপর বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম সরকার বাবলু, সহ-সভাপতি শরিফুল ইসলাম সম্রাট, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও নতুন স্বপ্ন’র বিশেষ প্রতিনিধি মাহবুব আখতার লোটন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও এস এ তুষার, দপ্তর সম্পাদক এস এম জাকির হুসাইন, কোষাধ্যক্ষ এস এম লিটন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাজী মারুফ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমরোজ হোসেন ইমু, মহিলা বিষয়ক সম্পাদিকা কানিজ আফরিন কনা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবিব মিলন, কার্যকরী সদস্য নুর আলম, সদস্য এস.কে.মামুন, মোসাদ্দেক হোসেন রাঙ্গা প্রমূখ। সভায় দেশব্যাপি বিভিন্ন স্থানে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে গুলি করে হত্যা, গুম, খুন, নির্যাতন, মিথ্যা মামলা, হামলাসহ বিভিন্ন হেয় প্রতিপন্ন’র প্রতিবাদে আগামী বুধবার সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে সানিপ্রকর’র আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এছাড়া বিগত দিনে সাংবাদিক উৎস রহমান ও পত্রিকা বিক্রেতা বাবু হত্যা, হকার সমিতির সাধারণ সম্পাদক সাহাদতকে হত্যা চেষ্টা, দিনাজপুরের চিরিরবন্দর দৈনিক নতুন স্বপ্নে’র প্রতিনিধি ফজলুর রহমানকে ৬টি গুলি করে হত্যা চেষ্টা, গত ২১ জানুয়ারি দৈনিক প্রথম খবরের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মন্ডলির সভাপতি আলহাজ¦ সি.এম সাদিকের উপর সন্ত্রাসী হামলা, সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যা, সাগর-রুনি হত্যাসহ সাংবাদিকদের দায়ের করা মামলার আসামীদের গ্রেফতার, দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের অয়োজন। মানববন্ধনে রংপুরের সকল প্রিন্ট, ইলেক্ট্রনিক্স মিডিয়া ও অনলাইন পত্রিকার সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও ভুক্তভোগিদের অংশগ্রহনের জন্য বিশেষ ভাবে আহ্বান জানানো হয়েছে। বর্তমান সরকারের কাছে জোড়ালো দাবি রেখে বক্তারা বলেন, বাংলাদেশে এযাবতকাল যত সাংবাদিক হত্যা, খুন, গুম, মিথ্যা মামলায় হয়রাণি ও নির্যাতিত হয়েছে। সেই জড়িতদের আদালতের কাঠগড়ায় দাড় করিয়ে ন্যায় বিচার প্রতষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করে জাতির সামনে গণমাধ্যম বান্ধব সরকার হিসেবে প্রতিষ্ঠা করার জোড়দাবি জানানো হয়।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7978712212670157282

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item