পীরগঞ্জে কর্মসৃজন শ্রমিকদের বাদ দিলেন চেয়ারম্যান! কাজ চাওয়ায় তাড়িয়ে দেয়া হয়েছে শ্রমিকদের

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ

পীরগঞ্জের শানেরহাট ইউনিয়নে কর্মসংস্থান কর্মসুচীর তালিকাভুক্ত বেশকিছু শ্রমিকের নাম কর্তন করায় ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। বুধবার ইউনিয়নটির ৬নং ওয়ার্ডের বঞ্চিত শ্রমিকরা ওই অভিযোগ করেন।
অভিযোগে জানা গেছে, শানেরহাট ইউনিয়নে পুরাতন ২৫৯ জন এবং নতুন ২৮ জন শ্রমিক কর্মসৃজন প্রকল্পে কাজ করছে। এবারে পুরাতন শ্রমিক তালিকা থেকে বেশকিছু শ্রমিককে বিধি বহির্ভূতভাবে বাদ দেয়ায় অসহায় বঞ্চিত শ্রমিকরা চেয়ারম্যানের কাছে গেলে তাদেরকে তাড়িয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল ৭ জন শ্রমিক ইউএনও কে অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী শ্রমিকরা নাম না প্রকাশের শর্তে বলেন, মেম্বার টাকা চেয়েছিল। তা না দেয়ায় নাম কেটেছে। চেয়ারম্যানের কাছে গেলে তিনিও তাড়িয়ে দেন। ইউপি রফিকুল ইসলাম মন্টু বলেন, বঞ্চিত শ্রমিকদের পরে কোন এক জায়গায় এ্যাডজাষ্ট করে নেব। ইউএনও কমল কুমার ঘোষ বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

রংপুর 4577692258664359237

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item