রংপুরে ২৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার:গ্রেফতার-১১

মামুনুর রশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ

রংপুর জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে ২৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও ১১ জনকে গ্রেফতার করেছে। রংপুর কোতয়ালী থানা মামলা নং ৬৯, তাং-২৩-০১-২০১৭, ধারা নং ৪৫৭/৩৮০ দঃ বিঃ মামলার সুত্র ধরে বিভিন্ন সময়ে গোপন তথ্যের ভিত্তিতে গত দুই মাসে সন্দেহ জনকভাবে বিভিন্ন স্থান থেকে ২৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও ১১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে চোরাইকৃত ৯টি মোটরসাইকেল প্রকৃত গাড়ী মালিকদের ফেরত দেওয়া হয় এরং বর্তমানে ১৬টি মোটর সাইকেল থানা হেফাজতে রয়েছে। গ্রেফতারকৃত ১১ জন আসামীর মধ্যে ৫ জন আসামী বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে আদালতে মোটর সাইকেল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং বাকী ৬ জন আসামীর হেফাজতে মোটর সাইকেল পাওয়া যায়। গতকাল রবিবার বিকাল ৩টায় এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, এবিএম জাকির হোসেন, এ সার্কেল সাইফুর রহমান, রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম।  পরে পুলিশ সুপার উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেল গুলো পরিদর্শন করেন এবং সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে মোটর সাইকেলের প্রকৃত মালিকগণকে থানায় যোগাযোগ করার আহবান জনানো হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 8893822962361482689

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item