ইসি গঠনে নির্বাচিতদের নাম প্রকাশ করা জরুরী- রংপুরে সুজন সম্পাদক মজুদদার

মামুনুররশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধি।

সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচিত ব্যক্তিদের নাম প্রকাশ করা এখন জরুরী বলে দাবি করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আমরা আশা করছি কতগুলো সুনির্দশষ্ট যোগ্যতা অযোগ্যতার মানদন্ডের আলোকে তারা নামগুলো নির্বাচিত করে সুপারিশ করবে। এবং সেই নামগুলো তারা জনগনের কাছে প্রকাশ করবে। যাতে সকলেই এর প্রতি মতামত দিতে পারে। রোববার বেলা ১১টায় রংপুর টাউন হলে সুজনের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুদদার বলেন, ইসি গঠনের জন্য নির্বাচিত ব্যক্তিদের নামগুলো প্রকাশ করা হলে গণমাধ্যমের পক্ষেও নামগুলোর ব্যাপারে খোঁজখবর নেওয়া সম্ভব হবে। তাহলে এর মাধ্যমে আমরা একটা গ্রহনযোগ্য নির্বাচন কমিশন পেতে পারি। সুজন সাধারন সম্পাদক বলেন, আগামীতে আন্তর্জাতিক মানদন্ড ও প্রতিযোগিতামূলক সুষ্ঠু নির্বাচন না হলে দেশ আরো সংকটের মুখে পড়বে। মানুষের কতগুলো অধিকার নিশ্চিত করা এবং সেই অধিকার যেন তারা প্রয়োগ করতে পারে সেজন্য সহায়ক পরিবশে তৈরী করা গণতন্ত্রের পূর্ব শর্তগুলোর মধ্যে অন্যতম। এক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের একটি প্রক্রিয়া।  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা শক্তিশালী, কার্যকর এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার উল্লেখ করে তিনি বলেন, এটা সুষ্ঠুু নির্বাচনের পূর্ব শর্ত। তবে যথেষ্ট নয়। এক্ষেত্রে নির্বাচনকালীন সরকারের দায়িত্বশীলতা, নিরপেক্ষতা, আইন শৃংঙ্খলা রক্ষাকারীবাহিনী এবং প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে।  এসময় সুজনের জেলা সভাপতি আইনজীবী দীপক কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি ফখরুল আনাম বেঞ্জু, মহানগর সভাপতি আফতাব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

পুরোনো সংবাদ

রংপুর 177166504460580255

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item