পীরগঞ্জে সোয়া কোটি টাকা মূল্যের বৈদ্যুতিক তাঁরের ট্রাকসহ আটক-৩

মামুনুররশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জে ১ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ট্রাকভর্তি বৈদ্যুতিক এ্যালুমেনিয়ামের তাঁর অবৈধভাবে পাচারকালে ট্রাকসহ ৩ পাচারকারীকে আটক করা হয়েছে।মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে ট্রাকসহ ওই পাচার কারীদের আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম এসআই প্রলয় কুমার বর্মা, মোজাহারুল ইসলাম, নজিবুল ইসলাম, মাসুদ মিয়া ও আব্দুল মতিনকে সাথে নিয়ে পীরগঞ্জ বাসষ্ট্যান্ডে বিশেষ কৌশলে অবস্থান নেয়। এক সময় উল্লেখিত মামালাল বহনকারী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-০৮২০) রংপুর-ঢাকা মহাসড়কের বর্নিতস্থানে পৌছলে পুলিশ ট্রাকটির গতিরোধ করে আটক করে। এ সময় ড্রাইভারের কাছে মালামালের কাগজপত্র দেখতে চাইলে কয়েকজন কর্মকর্তার স্বাক্ষরসম্বলিত একটি চালান দেখায়। চালানের প্যাড ও কর্মকর্তার স্বাক্ষর জাল সন্দেহে হয়। পরে স্বীকাররোক্তি অনুযায়ী ৩ পাচারকারী ও এ্যালুমিনিয়ামের বৈদ্যুতিক তাঁরভর্তি ট্রাকটি আটক করে থানায় নেয়। আটককৃতরা হলো ঠাকুর গাঁ’র পীরগঞ্জ উপজেলার কসা রানীগঞ্জ গ্রামের জামাল উদ্দিনের পুত্র আবু সাঈদ (৪৮), চট্রগ্রামের শিতাকুন্ড উপজেলার শিবপুর গ্রামের বিজয় সেনের পুত্র টিপু সেন, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র সুমন মিয়া (৩২)।  পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান‘ রংপুর ওয়াবদা অফিস নামক স্থানের পিছন থেকে ট্রাকটি লোড করে টাঙ্গাইলে যাচ্ছিল। আটককৃত ট্রাকের মালামাল সিজার লিষ্ট করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় অনেকের হাত থাকতে পারে। সহযোগী এবং পরিকল্পনাকারীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 8680924885743927901

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item