সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার না করায় পীরগঞ্জে মাদ্রাসার সভাপতিকে প্রাণনাশের হুমকি! থানায় অভিযোগ

মামুনুর রশীদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জে মাদ্রাসার সভাপতিকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষের লেলিয়ে দেয়া বাহিনীর লোকজন ওই প্রাণনাশের হুমকি দিচ্ছে। ঘাষিপুর আলিম মাদ্রাসার সভাপতি এ অভিযোগে গতকাল শনিবার থানায় লিখিত অভিযোগ করেন। গত ৮ সেপ্টেম্বর অর্থ আত্মসাতের অভিযোগে পরিচালনা কমিটির সভায় ওই মাদ্রাসার অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়।
অভিযোগে জানা গেছে, উপজেলার নিভৃতপল্লী চতরার ঘাষিপুরে ১৯৮৭ সালে ঘাষিপুর দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা হয়। সময়ের প্রয়োজনে ১৯৯৬ সালে চালু করা আলিম শাখা ২০০২ সালে এমপিওভুক্ত হয়। কাম্যসংখ্যক শিক্ষার্থী পাশ না করায় কর্তৃপক্ষ ২০০৮ সালে আলিমের এমপিও স্থগিত করলে ২ শিক্ষক চাকরী ছেড়ে অন্যত্র চাকরী নেন। আলিম শাখার অপর দু’শিক্ষক এখনো দাখিলের শিক্ষক হিসেবে বেতন ভাতা উত্তোলন করছেন। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ওই মাদ্রাসায় ৮জন শিক্ষক নিয়োগ দেয়া হয়। শিক্ষক নিয়োগে ডোনেশনের ২৩ লাখ টাকা ব্যাংকে মাদ্রাসার হিসেবে জমা না দিয়ে আত্মসাত করেন অধ্যক্ষ। গত ৮ সেপ্টেম্বর মাদ্রাসা পরিচালনা কমিটির সভায় জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আজিজ মন্ডলকে সাময়িক বরখাস্ত করে সহকারী সুপার অব্দুল মান্নান মিয়াকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। এদিকে আত্মসাতকৃত টাকা ব্যাংকে মাদ্রাসার হিসেবে জমা না দিয়ে অধ্যক্ষ সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারে ভিন্নপন্থা অবলম্বন করেন। কমিটির মহিলা সদস্য সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষের স্ত্রী জেলেখা বেগম এবং তার রাজনৈতিক সহযোগি একই মাদ্রাসার অপর শিক্ষক শফিকুল ইসলাম বরখাস্তকৃত অধ্যক্ষের পাল্লাভারী করতে দু’শিক্ষক প্রতিনিধি সাহানারা বেগম, রোস্তম আলীসহ কমিটির অন্যান্যদের অধ্যক্ষে পক্ষে ভেড়াতে ভিন্নপন্থা ধরেন। তারা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আজাহার আলী প্রধান রাজাকে নানাভাবে চাপাচাপি করে দলে ভেড়ানোর চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে তারা সভাপতিকে দেখে নেয়াসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। ফলে চরম নিরাপত্তাহীন হয়ে পড়েন তিনি। বাধ্য হয়ে সভাপতি গতকাল শনিবার পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ আব্দুল আজিজ মন্ডল বলেন‘ অর্থ আত্মসাতের অভিযোগ সঠিক না। আমাকে অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আজাহার আলী রাজা প্রধান বলেন‘ ডোনেশনের টাকা ব্যাংকে মাদ্রাসার হিসেবে জমা দিলে তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের ব্যাপারে পরিচালনা কমিটি আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিবে। তিনি আত্মসাতকৃত টাকা জামা না দিয়ে উল্টো সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারে তার বাহিনী লেলিয়ে দিয়ে আমাকে নানাভাবে চাপ প্রয়োগসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এ বিষয়ে শনিবার থানায় অভিযোগ করেছি।

পুরোনো সংবাদ

রংপুর 5995461611260224055

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item