রসিক’র উদ্যোগে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান

এস.কে.মামুন

রংপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশনের উদ্যোগে রংপুরের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান উপলক্ষে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু (প্রতিমন্ত্রী)। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা মনির হোসেন। এসময় উপস্থিত ছিলেন রসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল হাকিম মিয়াসহ রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, একটি কুচক্রিমহল দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা চেষ্টা করছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, যেভাবে আমরা দেশকে ভালোবেসে  মুক্তিযুদ্ধ করেছি, ঠিক সেইভাবে এই যড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদরেকে সম্মান জানিয়ে যে সামান্য সম্মানী দেয়া হচ্ছে, ভবিষ্যতে এর সংখ্যা বৃদ্ধি করা হবে। উল্লেখ্য, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু দায়িত্ব গ্রহণের পর থেকে ২৫ জন অস্বচ্ছল ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক এক হাজার টাকা হিসেবে প্রতি মাসে এ সম্মানী প্রদান করা হয়। 

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4749394171009823408

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item