রংপুরে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহেদুজ্জামানের যোগদান

হাজী মারুফঃ

রংপুরে জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন মুহাম্মদ ওয়াহেদুজ্জামান। ওয়াহেদুজ্জামান এর আগে খাগড়াছড়ির জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি সেখানে ২ বছর ৩ মাস দায়িত্বে ছিলেন। রংপুরের জেলা প্রশাসক হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহন করেছেন। জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহেদুজ্জামান ১৩ তম ব্যাচের কর্মকর্তা। তিনি বিগত ১৯৯৪ সালের ২৫ এপ্রিল ফিরোজপুরে সহকারী কমিশনার হিসেবে চাকরি জীবন শুরু করেন। তিনি জেলা প্রশাসক হওয়ার আগে ঝালকাঠিতে এসিল্যান্ড ও রাষ্ট্রপতির কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি জরিপ অধিদপ্তরেও কর্মরত ছিলেন। জেলা প্রশাসক ওয়াহেদুজ্জামানের জন্মস্থান খুলনা বাঘের হাটের স্মরণ খোলা উপজেলায়। তিনি ব্যক্তিগতজীবনে ২ ছেলে ১ কন্যা সন্তানের জনক। তিনি রংপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
এদিকে মুহাম্মদ ওয়াহেদুজ্জামান জেলা প্রশাসক হিসেবে যোগদান করায় আজ বুধবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। সভায় স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিত হওয়ার জন্য রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) প্রিয়সিন্ধু তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 3062693996432317193

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item