নির্মানাধীন ড.এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শনে-ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল

মামুনুর রশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ 

বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম রোববার সকালে ড.এমএ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ‘র নির্মান কাজ পরিদর্শন করেছেন। লেঃ কর্নেল ইলিয়াস কমান্ডার এমইএস বগুড়া সেনানিবাস, র‌্যাব-১৩’র সিও লেঃ কর্নেল আতিক তার সাথে ছিলেন। পরিদর্শনকালে তিনি নির্মান সামগ্রীর গুনগতমান যাচাইসহ নির্মান কাজে সম্পৃক্তদের কাছ থেকে কাজের অগ্রগতির খোঁজখবর নেন। এ সময় তিনি কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রকল্প পরিচালক এবং পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব কাজী মনওয়ার হোসাইন ও জি ই (আর্মি) রংপুর’র মেজর আবু বাসেত তাকে জানান‘ ইতোমধ্যে কাজের ২০ভাগ অগ্রগতি হয়েছে। আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের পূর্বেই এ প্রকল্পের নির্মানকাজ সম্পন্ন হবে। পরিদর্শনকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ, ওসি রেজাউল করিম, টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান মন্ডল, ইউপি আ’লীগের সভাপতি আব্দুস সামাদসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর প্রকল্প পরিচালক এবং পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব কাজী মনওয়ার হোসাইন ড.এমএ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মানের জন্য অধিকরণকৃত জায়গা সেনাবাহিনীর নিকট হস্তান্তর করেন। কলেজটি নির্মানে সরকার জিওবি তহবিল থেকে প্রাথমিকভাবে একশত সাত কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাধানে জুন ২০১৮ মধ্যে এর নির্মান কাজ সম্পন্ন হবে।

পুরোনো সংবাদ

রংপুর 8064347219820737788

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item