পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করলো হাইকোর্ট

মামুনুর রশিদ মেরাজুল-

পীরগঞ্জের রায়পুর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সরকারকে সাময়িক বরখাস্তের পর সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ ওই আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন। গত ১৭ জানুয়ারী ওই চেয়ারম্যানকে স্থানীয় সরকার প্রকৌশল মন্ত্রনালয় (এলজিইডি) সাময়িক বরখাস্ত করে।
জানা গেছে, ২০১৫-২০১৬ অর্থ বছরে উপজেলার রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান এলজিএসপি’র প্রায় ১৭ লাখ টাকায় কয়েকটি প্রকল্প গ্রহন পূর্বক তা বাস্তবায়ন করেন। প্রকল্পগুলোর ব্যাপারে ভুয়া এবং অর্থ আত্মসাতের অভিযোগ হলে স্থানীয় সরকার প্রকৌশল মন্ত্রনালয়ের ইপি শাখা-১ এর উপ-সচিব মাহবুবার রহমান অর্থ আত্মসাতের অভিযোগে গত ১৭ জানুয়ারী ওই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেন এবং তার বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা দায়েরের জন্য নির্দেশ দেন। এদিকে উপজেলা এলজিইডি’র উলে¬খিত এলজিএসপির প্রকল্পগুলো তদন্ত করে প্রকল্পের অস্তিত্ব পাওয়ার পর প্রত্যয়ন প্রদান করলে সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান ব্যারিষ্ট্রার রিমি নাহরিন এর মাধ্যমে সুপ্রীম কোর্টের হাইকোট ডিভিশনের একটি বেঞ্চে রিট পিটিশন করেন। গত ৭ ফেব্র“য়ারী হাইকোট ডিভিশন ওই আদেশ ৬ মাসের জন্য স্থগিত করে চেয়ারম্যানকে তার দাপ্তরিক কাজ করার নির্দেশ দেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, আমি বিষয়টি ইউএনও কে অবগত করেছি। আমি কোন অর্থ আত্মসাত করিনি।

পুরোনো সংবাদ

রংপুর 8201902715733301770

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item