রংপুরের পুলিশ সুপারের আহ্বান যত বাঁধাই আসুক রুখে দাঁড়াও

মামুনুররশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ

মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে প্রশাসনের পাশাপাশি কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের এগিয়ে আসার আহবান জানিয়ে রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান (পিপিএম) বলেছেন, প্রশাসনের একার পক্ষে মাদক সন্ত্রাস বাল্যবিয়ে ও নাশকতামূলক কর্মকান্ড বন্ধ করা সম্ভব না। এজন্য পুলিশিং কমিটির সদস্যদের পাশাপাশি তরুণ প্রজন্মকেও এগিয়ে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল সোমবার রংপুর মহানগরীর ৪ ও ৫ নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং এর খটখটিয়া মহল¬া কমিটির আয়োজনে  মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিশাল র‌্যালী শেষে খটখটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তরুন প্রজন্মের উদ্দ্যেশ্যে পুলিশ সুপার বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। এজন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হলে অনেক বাঁধা-বিপত্তির সম্মুখীন হতে হবে। জীবনকে সুন্দরভাবে তৈরী করার প্রধান অন্তরায় বাল্যবিয়ে, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ। এসব বাঁধা যতই আসুক তা রুখে দিয়ে এগিয়ে যেতে হবে। কমিউনিটি পুলিশিং এর খটখটিয়া মহল¬া কমিটির সভাপতি বীরমুক্তিযেদ্ধো মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএিম জাহিদুল ইসলাম, কমিউনিটি পুলিশিং রংপুর জেলা ও বিভাগীয় কমিটির সদস্য সচিব সুশাšত ভৌমিক, মহানগর কমিটির সভাপতি ইদ্রিস আলী।

পুরোনো সংবাদ

প্রধান খবর 2669995218698027360

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item