পঞ্চগড়ে চলছে ৩ দিন ব্যাপি জেলা ইস্তেমা

মোঃ তোফাজ্জল হোসেন (তোতা), পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে জেলা ইস্তেমা।২৩, ২৪ ও ২৫ ফেব্র“য়ারি ২০১৭ ইং তারিখ পর্যন্ত ইমান ও আমলের মেহনত চলবে। পঞ্চগড় জেলার সদর উপজেলার সুগার মিলস্ ইক্ষু খামার খোলা মাঠে এই ইস্তেমা অনুষ্ঠিত হচ্ছে। জানা গেছে, প্রতিবছর ৬৪টি জেলার বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয় তুরাগ নদীর তীরে। সেখানে (তুরাগ নদীর তীরে) জায়গা না হওয়ার কারণে এ বছর ৩২ জেলা ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে বিশ্ব ইস্তেমা হয়। তাই পৃথক পৃথক ভাবে নিজ নিজ জেলায় ৩ দিন জেলা ইস্তেমার আয়োজন করা হয়। ইস্তেমার সূরা সদস্য প্রফেসার ফয়জুল রাব্বী তিনি জানান, পঞ্চগড় জেলার ৫টি উপজেলাকে ঘিরে এই বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হচ্ছে। সেই লক্ষ্যে ধর্মপ্রাণ মুসলমান নিজ নিজ দায়িত্বে ইস্তেমার প্যান্ডেলের কাজগুলি দ্রুত গতিতে প্রস্তুত করেছে।

সূরা সদস্য ডাঃ মোঃ মখলেছুর রহমান, প্রফেসর ফয়জুল আলম ও এ্যাড. আদম সূফি জানান, পঞ্চগড় জেলার ধর্মপ্রাণ মুসলমান ছাড়াও বিভিন্ন জায়গা হতে বিশ্ব ইস্তেমায় দেশী-বিদেশী মুসল্লিদের উপস্থিতিও দেখা গেছে।১ম দিনেই এক লাখেরও বেশি লোক দেখা গেছে এবং ধীরে ধীরে মুসল্লি বাড়ছে। এই ইস্তেমার মাঠে গোসলখানা, বিদ্যুৎ, খাবার পানি, স্যানিটারি, প্যান্ডেলের জামাত, মুরুব্বিদের কামরা, পরামর্শ কামরা, বিদেশী মেহমানদের কামরা, হারানো ব্যাক্তির সন্ধান প্রার্থীর কামরা এছাড়াও পুলিশ বক্স, চিকিৎসা সেবা, গাড়ী পার্কিংসহ চর্তুদিকে বাউন্ডারি রয়েছে। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রবিউল ইসলাম তিনি জানান, সদর উপজেলাসহ ৫টি উপজেলার মুসলমানগণ এই জেলা ইস্তেমায় আসা এবং অবস্থান করায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পুলিশ মোতায়নের পাশাপাশির রয়েছে গোপন নজরদারী রয়েছে। প্যান্ডেলের গুরুত্বপূর্ণ জায়গাতে রয়েছে সিসি ক্যামেরা। সাদা পোশাকধারী ও গোয়েন্দা বিভাগ সর্তকতার সাথে কাজ করে যাচ্ছে। পঞ্চগড় পৌরসভার মেয়র মোঃ তৌহিদুল ইসলাম জানান, জেলা ইস্তেমায় ৫টি উপজেলায় মুসলমানগণের বিশেষ নিরাপত্তা এবং ব্যবস্থা কোন ত্র“টি রাখা হয় নাই এবং আমি নিজেই জেলা ইস্তেমায় আমি উপস্থিত থেকে দেখাশোনা করছি। মুসল্লিদের সুবিধার্থে আশেপাশে কিছু দোকান নাস্তা, খাবার, কাপড়, তসবিহ্ ইত্যাদির সুবিধা রয়েছে এবং রাস্তায় ট্রাফিক পুলিশের বিশেষ নজরদারী রয়েছে। পঞ্চগড় সুগার মিলের মহা-ব্যবস্থাপনা পরিচালক তিনি জানান, আমাদের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8353029193358780819

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item