কমিউনিটি ক্লিনিকগুলোকে বিএনপি জামায়াত গোয়ালঘর বানিয়েছিল - নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৪ ফেব্রুয়ারী॥
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি বলেছেন, “আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনে সরকার নিরলসভাবে কাজ করছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য সেবা সহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটছে।”
নুর বলেন স্বাস্থ্য সেবায় গ্রামে গ্রামে ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার যে সকল কমিউনিটি ক্লিনিক গড়ে তুলেছিল তা ২০০১ সালে ক্ষমতায় গিয়ে বিএনপি ও জামায়াত চারদলীয় জোট সরকার  সকল কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়ে গোয়ালঘরে পরিনত করেছিল। ফলে গ্রামের সাধারন মানুষজন স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত হয়।  আজ সেই সকল কমিউনিটি ক্লিনিককে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধার করে পুনরায় চালুর মাধ্যমে গ্রামের সাধারন মানুষজনের স্বাস্থ্য সেবা পুনরায় নিশ্চিত করছে।
আজ মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের দোলুয়া দোগাছি নামকস্থানে  স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত আব্দুস সাক্তার কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্ধোধনকালে মন্ত্রী এ সব কথা বলেন। 
 এ সময় মন্ত্রী বঙ্গবন্ধুর সোনার বাংলাকে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রীত্বে  আরো এগিয়ে নিতে সকলের সম্মিলিত সমর্থনের আহবান জানান।
এর আগে মন্ত্রী একই ইউনিয়নের ঘাটংতারি নামকস্থানে ২২ লাখ টাকা ব্যয়ে ও কালিতলা নামকস্থানে ৩২ লাখ ৫২ হাজার  টাকা ব্যয়ে নবনির্মিত  দুইটি ব্রীজের উদ্ধোধন করেন। পাশাপাশি মন্ত্রী পাশ্ববর্তী গোড়গ্রাম ইউনিয়নের পোড়ারহাট এলাকায় হস্ত শিল্পকারখানা ও  বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।
এসবের আগে মন্ত্রী জেলা শহরের উপজেলা সড়কের নিজ বাসভবনে নিজস্ব তহবিলের ১৫ জন গৃহহীনদের মাঝে ঘর নির্মানের সামগ্রী হিসাবে এক বান্ডিল করে ঢেউটিন,চারটি বাঁশের বেড়া, দরজা, ঘরের খুঁটি বিতরন করেন।
্এ সকল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আব্দুল রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ,  সাধারণ স¤পাদক মমতাজুল হক, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, নীলফামারী পৌর আওয়ামীলীগের সভাপতি মোসফিকুর ইসলাম রিন্টু , জেলা যুবলীগের সাধারন সম্পাদক সায়িদ মাহমুদ, সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল আসাদ,চওড়া বড়গাছা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, গোড়গ্রাম ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম প্রমুখ।

পুরোনো সংবাদ

প্রধান খবর 5352565414468442162

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item