সুন্দরবন রক্ষায় নীলফামারীতে গণ অবস্থান কর্মসূচি পালিত

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৫ ফেব্রুয়ারী॥‘
সুন্দরবন বাঁচাও, দেশ বাঁচাও’ শ্লোগানে নীলফামারীতে মহাসড়কে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি।
আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের কালিবাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি জেলা আহবায়ক শ্রীদাম দাসের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি আতিয়ার রহমান, সিপিবি নেতা স্মরণী বিশ্বাস, প্রিন্স চাকলাদার, তারিনী মোহন অধিকারী, উদাস রায়, জেলা উদীচী শিল্পী গোষ্ঠির সভাপতি আবুল মনসুর ফকির, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার, সদস্য শম্পা রায় প্রমুখ।
বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনের বিকল্প অনেক আছে। কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই। সেই সুন্দরবন ঘিরে রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ পরিবেশ বিধ্বংসী বিভিন্ন প্রকল্প ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সুন্দরবনকে। বাংলাদেশ রক্ষাকারী ওই সুন্দরবন বাঁচাতে পরিবেশ ও বন বিধ্বংসী রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি জানান বক্তারা।#

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7519836604914606695

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item