কিশোরগঞ্জে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মা ও শিশু নিহত

মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ, (নীলফামারী) প্রতিনিধি ঃ
বালু বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে মা ও কোলের শিশু সন্তান। গত মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার তারাগঞ্জ- কিশোরগঞ্জ সড়কের কেল্লাবাড়ি নামক স্থানে। নিহতরা হলো উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের হাছান উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৪০) ও দেড় বছরের মেয়ে সন্তান আশেকা খাতুন।
প্রত্যক্ষদর্শীরা জানায় তারাগঞ্জ বাজারে খরচ করে মা ও শিশু মেয়েটি ব্যাটারী চালিত ভ্যানে বাড়ি ফিরছিল। এ সময় বিপরিত দিক হতে আসা বালু বোঝাই ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যান আরোহী মা মেয়ে পাকা সড়কে ছিটকে পড়ে। এ সময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন তারা। এ সময় চালক পালিয়ে গেলেও এলাকাবাসী ট্রলিটি আটক করে।
কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুইটি উদ্ধার সহ আটক ট্রলিটি থানায় নিয়ে আসা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5559286638221291299

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item