কিশোরগঞ্জে ছাগল চোরকে বাঁধা দেওয়ায় কৃষকসহ আহত ৩

মোঃ শামীম হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরকে বাধা দেওয়ার চেষ্ঠা করলে চোরের ছোরার কোপে এক কৃষক সহ তিনজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত দেড়টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি মাষ্টারপাড়া গ্রামে। আহতদের কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হল কৃষক আবু বক্কর (৫৫) ও তার স্ত্রী তহমিনা বেগম( ৪৮) আবুজার রহমান (৩৫) ও জাহেদুল ইসলাম (৩৫)।
জানা গেছে, গত শনিবার রাত দেড়টার দিকে উত্তর দুরাকুটি মাষ্টারপাড়া গ্রামের মরহুম জয়নাল উদ্দিনের ছেলে কৃষক আবু বক্করের গোয়াল ঘরে ঢুকে ওই এলাকার কুক্ষাত চোর আছাদুল (৩৫) ও নুরন্নবী (৪০) প্রায় সাত হাজার টাকা মুল্যের একটি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় কৃষক আবু বক্কর টের পেলে বাঁধা দেয়ার চেষ্ঠা করে। এসময় চোর দ্বয় তাদের হাতে থাকা ছোরা দিয়ে উপর্যপরি  কোপাতে থাকে ।  আবু বক্করের চিৎকারে তার স্ত্রী তহমিনা , আবুজার রহমান ও জাহেদুল ইসলাম এগিয়ে এলে চোরদ্বয় তাদেরও কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশীদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, চোরদ্বয়কে ধরার চেষ্ঠা করা হচ্ছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 340221621759665190

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item