অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জলঢাকায় স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

মর্তুজা ইসলাম, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় গোলনা কালীগঞ্জ শহীদ স্মৃতি দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ করেছে ওই প্রতিষ্ঠানের কয়েকশত অভিভাবক। শনিবার সন্ধ্যায় ওই স্কুলমাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অভিভাবক মানিক চন্দ্র রায়ের সভাপতিত্বে ও নিবারন চন্দ্রের আহবানে সমাবেশে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শওকত আলী, অব: শিক্ষক সুরেন্দ্র নাথ রায়, হেমন্ত কুমার রায়, অভিভাবক জামিয়ার রহমান, মহিদুর রহমান, নব কুমার প্রমূখ। বক্তারা ওই প্রতিষ্ঠান সভাপতি মনোরঞ্জন রায়ের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতসহ কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও নির্বাচন না দিয়ে জোর করে কমিটি থাকার অভিযোগ করেন। অভিভাবক মানিক চন্দ্র বলেন দীর্ঘদিনের সুনাম অর্জিত প্রতিষ্ঠানটিতে সভাপতি মনোরঞ্জন রায় এককতরফা ভাবে প্রাধান্য বিস্তার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানের মাটি ভরাটের টাকা, প্রধান শিক্ষক নিয়োগে বাণিজ্য করার পায়তারা চালাচ্ছে। তারা আরও অভিযোগ করেন মেয়াদ উত্তীর্ণের ৮০ দিন পূর্বেই শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীদের নোটিশ দিয়ে খসড়া ভোটার তালিকা চুড়ান্ত করার কথা থাকলেও সে নির্দেশনা তারা মানছেন না। সমাবেশে আগামী এক সপ্তাহের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করাসহ অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটির ভোট গ্রহণের দাবী জানান অভিভাবকরা। অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতির সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8834719297118146201

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item