জলঢাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫টি ঘর।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি পরিবারের ১৫টি ঘর। এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমান প্রায় ৬ লক্ষ টাকা বলে  জানা গেছে। বুধবার ভোর রাতে উপজেলার খুটামারা ইউনিয়নের বসুনিয়া পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী এলাকাবাসি জানায় আব্দুস সালামের বাড়ী থেকে আগুনের সুত্রপাত হয়ে তা পার্শ্ববর্তী ঘর গুলিতে ছড়িয়ে পড়ে। জলঢাকা ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মমতাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে রাত ৩ - ২৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত। তিনি আরো জানায় ৬টি পরিবারের রান্নঘর ও গোয়ালঘর সহ ১৫টি ঘর পুড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
যার ক্ষতির পরিমান প্রায় ৬ লক্ষ টাকা। এদিকে বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিদর্শন করে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান। এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ২ হাজার টাকা, একটি লুঙ্গি, একটি শাড়ি ও কম্বল প্রদান করেন। অন্যদিকে দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতে পরিদর্শনে যান জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ জুলফিকার আলী জুয়েল। সেখানে তিনি জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতার আস্বাস দেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল আব্দুস সালাম, ওহিদুল ইসলাম, সফিয়ার রহমান, মোসলেম উদ্দিন, শরিফুল ইসলাম ও আমের আলী।

পুরোনো সংবাদ

নীলফামারী 486386038362294018

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item